আর মাত্র কিছুদিন, এই কাজ না করলে সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে প্যান কার্ড !
Last Updated:
advertisement
1/5

এখনও পর্যন্ত প্যানকার্ড ও আধার কার্ডের লিঙ্ক যদি না করে থাকেন ৷ তো এখনই করুন নয়তো পরিস্থিতি আরও জটিল হতে পারে ৷ আয়কর ধারায় ১৩৯ এএ এর ধারার অন্তর্গত প্যানকার্ড বাতিল হয়ে যাবে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্টরস ট্যাক্স ও প্যানকার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/5
এর আগে প্যানকার্ড ও আধারকার্ড লিঙ্কের শেষ সময় ছিল ৩০ জুন ২০১৮ ৷ পরবর্তী কালে সেই সময়সীমা বাড়িয়ে কর াহয়েছে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/5
এই নির্ধারিত সময়ের মধ্যে প্যানকার্ড ও আধার কার্ড লিঙ্ক না করলে করতে পারবেন না ITR ফাইল ৷ বাতিল হয়ে যাবে প্যানকার্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/5
অনলাইন প্যান ও আধার লোড লিঙ্ক করতে হলে প্রথমে আয়কর দফতরের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে (www.incometaxindiaefiling.gov.in) ৷ সেখানে গিয়ে লিঙ্ক আধার অপশনে লিহ্ক করতে হবে ৷ যদি আপনার আয়কর দফতরের অধীনে অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করতে হবে ৷ লগইন পেজ খুললে নীল রঙের প্রোফাইল সেটিং বেছে নিন ৷ এই প্রোফাইল সেটিং এ আধার লিঙ্ক অপশন থাকবে ৷ সেটি লিসেক্ট করেই, ক্যাপচা কোড লিখে দিন ৷ সমস্ত তথ্য বিস্তারিত বাবে দেওয়ার পরে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/5
এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও আধার ও প্যানকার্ড লিঙ্ক করা যেতে পারে ৷ আয়কর দফতরের এই 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করেও লিঙ্ক করা যেতে পারে প্যান ও আধার ৷ প্রতীকী ছবি ৷