TRENDING:

অভিনন্দনকে মেরে ফেলতে চেয়েছিল পাকিস্তান! করেছিল এই ষড়যন্ত্র

Last Updated:
পাক যুদ্ধবিমানকে ধ্বংস করতে মিগ ২১ নিয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় বায়ুসেনার ডাকাবুকো পাইলট অভিনন্দন বর্তমান।
advertisement
1/4
অভিনন্দনকে মেরে ফেলতে চেয়েছিল পাকিস্তান! করেছিল এই ষড়যন্ত্র
ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ু সেনা। পাক যুদ্ধবিমানকে ধ্বংস করতে মিগ ২১ নিয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় বায়ুসেনার ডাকাবুকো পাইলট অভিনন্দন বর্তমান। সীমান্তের কাছে ধ্বংস করে দেয় পাক যুদ্ধ বিমান ৷ কিন্তু এরপর পাক হানায় তাঁর বিমানটিও ভেঙে পড়ে। প্যারাশুটে নামেন অভিনন্দন। কিন্তু, সেটা পাক অধিকৃত কাশ্মীরে।
advertisement
2/4
এরপর ভারতীয় পাইলটকে পাকিস্তান নিজেদের কব্জায় নিয়ে ফেলে ৷ তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে পাকিস্তান কিন্ত সেটা করে পারেনি ৷ কারণ ওয়ার রুম থেকে অভিনন্দনকে নিয়ন্ত্রণ রেখা পার করতেই ফিরে আসার নির্দেশ পাঠানো হয় ৷ কিন্তু পাকিস্তান তাদের কমিউনিকেশন সিস্টেম জ্যাম করে দিয়েছিল ৷ এর জেরে অভিনন্দন সেই নির্দেশ শুনতেই পাননি এবং পাকিস্তানে নামে অভিনন্দন ৷
advertisement
3/4
হিন্দুস্থান টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, উইং কমান্ডার অভিনন্দনের মিগ ২১ এ অ্যান্টি জ্যামিং সিস্টেম থাকলে নির্দেশ পেতেই তিনি সঙ্গে সঙ্গে ভারতে ফিরে যেতে পারতেন ৷ পাকিস্তানে তাকে তাহলে নামতেই হত না ৷ পাকিস্তানের উদ্দেশ্য ছিল সিস্টেম জ্যাম করে অভিনন্দনকে বাধ্য করা পাকিস্তানে নামার জন্য যাতে তারপর তাকে ঘিরে ফেলে মারতে পারে ৷
advertisement
4/4
ভারতীয় পাইলটকে পাকিস্তান নিজেদের কব্জায় নিয়ে ফেলায় দ্বিপাক্ষিক চাপানউতোর আরও বাড়ে। ভারতে নিযুক্ত পাকিস্তানের অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তীব্র নিন্দা করে নয়াদিল্লি। প্রতিবাদপত্রে জানিয়ে দেয়, ভারতীয় বুয়াসেনার পাইলটের রক্তাক্ত ছবি কুৎসিতভাবে প্রকাশ্যে এনে জেনিভা চুক্তি ও মানবতা আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। পরে বাধ্য হয় অভিনন্দনকে ভারতে ফেরত পাঠাতে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
অভিনন্দনকে মেরে ফেলতে চেয়েছিল পাকিস্তান! করেছিল এই ষড়যন্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল