TRENDING:

Pahalgam Terrorist Attack: 'কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব?', নিহতের স্ত্রীর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস মন্ত্রী

Last Updated:
Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ের ঘটনায় প্রথম থেকেই নিহতদের পরিবারের লোকেরা দাবি করেছেন, জঙ্গিরা নাম-পরিচয় জেনে গুলি চালায়। এই বক্তব্যের বিরোধিতা করেছেন কর্নাটকের কংগ্রেস মন্ত্রী।
advertisement
1/7
'কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব?', নিহতের স্ত্রীর মানসিক স্থিতিতে প্রশ্ন
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল, মঙ্গলবার বর্বর জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়। সেদিন পহেলগাঁওতে নৃশংস জঙ্গিহামলায় নিহত হন কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাওয়ের।
advertisement
2/7
মঞ্জুনাথের মাথায় গুলি করে জঙ্গিরা। প্রাণে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে, ''তোকে মারব না। যা, মোদিকে গিয়ে বল।''
advertisement
3/7
এই ঘটনায় প্রথম থেকেই নিহতদের পরিবারের লোকেরা দাবি করেছেন, জঙ্গিরা নাম-পরিচয় জেনে গুলি চালায়। এবার এই বক্তব্যের বিরোধিতা করে কর্নাটকের আবগারি দফতরের মন্ত্রী বিতর্ক উসকে দিয়েছেন।
advertisement
4/7
কর্নাটকের কংগ্রেস মন্ত্রী আর বি টিম্মাপুরের দাবি, 'জঙ্গিরা পরিচয় জিজ্ঞেস করতেই পারে না। কার্গিল হোক, পুলওয়ামা হোক বা পহেলগাঁও। প্রতিটা জায়গায় নিরাপত্তার ব্যর্থতা। মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাইলে আপনি যদি দেখেন নাম-পরিচয় জেনে জঙ্গিরা গুলি চালিয়েছে বলা হচ্ছে, তাহলে সংখ্যালঘুদের কেন গুলি করা হল না?'
advertisement
5/7
কংগ্রেস মন্ত্রীর আরও দাবি, 'উনি (পল্লবী রাও, নিহত মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী) বলেছেন, ছেলেকে একজন সংখ্যালঘু বাঁচিয়েছেন। দেখুন, ওঁর সঙ্গে যা ঘটেছে সেই শোকে উনি মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এই গোটা ঘটনা দেখলেই বোঝা যাবে কে কার প্রাণ বাঁচিয়েছে। তাহলে সংখ্যালঘুকেও কেন মারল জঙ্গিরা?'
advertisement
6/7
কংগ্রেস নেতার প্রশ্ন, 'কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব? বাস্তব ভাবুন, যে খুন করতে গেছে, সে নাম-পরিচয় জেনে গুলি চালাবে?'
advertisement
7/7
কর্নাটকের মন্ত্রীর এই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। একাধিক নিহতের পরিবার যেখানে জঙ্গিদের নাম-পরিচয় জেনে গুলি চালানোর দাবি করেছেন, সেখানে কংগ্রেস নেতার মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি।
বাংলা খবর/ছবি/দেশ/
Pahalgam Terrorist Attack: 'কোন জঙ্গি নাম-পরিচয় জেনে গুলি চালায়? এটা সম্ভব?', নিহতের স্ত্রীর মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস মন্ত্রী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল