Pahalgam attack: ‘এখানেই মেরে ফেলুন, ওপারে পাঠাবেন না!’ পাকিস্তানে নিপীড়িত হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের কাতর আর্জি
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Pahalgam attack: নিজের জমি, নিজের বাড়ি, নিজের ক্ষেত এবং নিজের ব্যবসা অল্প দামে বিক্রি করে সীমান্তের ওই পার থেকে এই পার শান্তির জীবনের জন্য এসে বসবাসকারী ডজনখানেক পরিবারের চোখের ঘুম উড়ে গেছে।
advertisement
1/5

বাড়মের: নিজের জমি, নিজের বাড়ি, নিজের ক্ষেত এবং নিজের ব্যবসা অল্প দামে বিক্রি করে সীমান্তের ওই পার থেকে এই পার শান্তির জীবনের জন্য এসে বসবাসকারী ডজনখানেক পরিবারের চোখের ঘুম উড়ে গেছে। পহেলগাঁওতে হওয়া সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্র সরকারের একটি নির্দেশ তাঁদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। এখন সব ছেড়ে পাকিস্তানে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা।
advertisement
2/5
জেলা সদর দফতরের সিবি সিআইডি অফিসের সামনে এই পরিবারগুলি চোখের জল ফেলছেন। তাঁরা হাতজোড় করে মিনতি করছেন, “যদি আমাদের মারতে হয় তাহলে এখানেই মেরে ফেলুক, পাকিস্তানে পাঠাবেন না”। তাঁদের দাবি, পাকিস্তানে অত্যাচারে বিরক্ত হয়ে তারা নিজের জমি, নিজের বাড়ি সব ছেড়ে ভারতে এসেছিলেন।
advertisement
3/5
পরিবারগুলির অনেকেই পাকিস্তানে সংখ্যালঘু ছিলেন। সীমান্তের এই মানুষগুলো বলছেন, এখন তাদের পাকিস্তান ফেরত পাঠানো হচ্ছে যা মৃত্যুর আদেশ থেকে কম নয়। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর ডজনখানেক পরিবার পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পাকিস্তানে যাওয়া নিয়ে তাঁরা ভীত।
advertisement
4/5
এই হামলার পর পাকিস্তান আরও বেশি সংখ্যালঘু নির্যাতন বাড়বে বলে তাঁদের আশঙ্কা। পাক উদ্বাস্তু সংঘ বাড়মেরের জেলা সভাপতি নরপতসিংহ কেন্দ্রের সিদ্ধান্তে একসঙ্গে ৯ পরিবারকে নিয়ে পাকিস্তান রওনা দিচ্ছেন।
advertisement
5/5
ওই ব্যক্তির দাবি, পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়ে তাঁরা ভারতে এসে বসবাস করেছিলেন, কিন্তু এখন আবার ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কিন্তু পাকিস্তানে ফিরে আতঙ্কের পরিবেশে থাকতে হবে বলে চিন্তিত।