Omicron In India: ফের লকডাউন আশঙ্কা? দেশে বাড়ছে ওমিক্রন! উদ্বিগ্ন কেন্দ্রের সতর্কবাণী রাজ্যগুলিকে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Omicron In India: নতুন এই ভ্যারিয়েন্ট ছড়ালে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে, অযথা আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।
advertisement
1/7

ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ল। রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪৫ জন। সম্প্রতি গুজরাতের এক ব্যক্তি ইংল্যান্ড থেকে ফিরেছেন। তাঁর শরীরে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এছাড়াও এক নাবালকের শরীরেও ওমিক্রন পাওয়া গিয়েছে।
advertisement
2/7
নতুন এই ভ্যারিয়েন্ট ছড়ালে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে অযথা আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। দ্রুত টিকা নিতে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।
advertisement
3/7
রাজ্যগুলিকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যাদের প্রথম ডোজ টিকা নেওয়া হয়েছে তাঁদের দ্রুত দ্বিতীয় ডোজ দিতে হবে। পাশাপাশি প্রয়োজনে সপ্তাহান্তে লকডাউন বা বিধিনিষেধ করার কথাও বলা হয়েছে।
advertisement
4/7
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১১ টি রাজ্যে করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১২ জন।
advertisement
5/7
এছাড়াও অন্যান্য রাজ্যগুলির মধ্যে রাজস্থানে ১৭ , কর্নাটকে ১৪, তেলেঙ্গানা ২০, গুজরাট ৯ কেরলে ১১ জন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চণ্ডীগড় ও পশ্চিমবঙ্গে একজন করে ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
advertisement
6/7
শনিবার মহারাষ্ট্র নতুন করে ৮ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। তেলেজ্ঞানা আক্রান্তের সংখ্যা ৮ থেকে বেড়ে হয়েছে ২০ জন। গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের খবর আসে ২ ডিসেম্বর। কর্নাটকে প্রথম এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে।
advertisement
7/7
অন্যদিকে, ওমিক্রন রুখতে কেন্দ্রীয় সরকারের অন্যতম হাতিয়ার টিকাকরণ। ইতিমধ্যে দেশে ১৩৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একশো শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়েছে।