TRENDING:

এক ছেলে অফিসার, অন্য জন নেতা! রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু মায়ের

Last Updated:
খোঁজখবর করে পুলিশ জানতে পারে, পথের ধারে উদ্ধার হওয়া বৃদ্ধার এক ছেলে সরকারি অফিসার, অন্য ছেলে রাজনৈতিক নেতা৷ কিন্তু শেষ বয়সে মায়ের দায়িত্বে নিতে চাননি তাঁরা কেউই!
advertisement
1/5
এক ছেলে অফিসার, অন্য জন নেতা! রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু মায়ের
রাস্তার এক পাশে কাদার মধ্যে পড়েছিলেন বৃদ্ধা৷ শরীরে ঠিকমতো কাপড়টুকুও নেই৷ মাথার আঘাতে পোকা ধরে গিয়েছে৷ পথচলতি এক ব্যক্তি বৃদ্ধার এই অসহায় অবস্থা দেখে খবর দিয়েছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে৷ তারাই এসে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ যদিও শেষ পর্যন্ত তাঁর মৃত্যুই হয়৷
advertisement
2/5
মঙ্গলবার পঞ্জাবের চণ্ডীগড়ের শ্রী মুখতর সাহিবে ৮০ বছর বয়সি ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়৷ পরে খোঁজখবর করে পুলিশ জানতে পারে, পথের ধারে উদ্ধার হওয়া বৃদ্ধার এক ছেলে সরকারি অফিসার, অন্য ছেলে রাজনৈতিক নেতা৷ কিন্তু শেষ বয়সে মায়ের দায়িত্বে নিতে চাননি তাঁরা কেউই! মহিলার স্বামীও সরকারি চাকরি করতেন৷
advertisement
3/5
হাসপাতালে ভর্তি করার পর পুলিশের থেকে খবর পেয়ে ছেলেরা অবশ্য হাসপাতালে আসেন৷ এর পরে মাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করান তাঁরা৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ (প্রতীকী চিত্র)
advertisement
4/5
হাসপাতালে চিকিৎসকরা বৃদ্ধার শারীরিক পরীক্ষা করে দেখেন, তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন৷ তাঁর মাথায় পোকা ভরে গিয়েছিল৷ এমন অসুস্থ অবস্থাতেই তাঁকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল পরিবারের সদস্যরা৷ (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃদ্ধা সোদিয়োঁ এলাকার আরা কোটলি রোডের বাসিন্দা ছিলেন৷ অভিযোগ, মহিলাকে দেখভালের জন্য লোক রেখে দিয়েছিলেন দুই ছেলে৷ কিন্তু এর বাইরে মায়ের কোনও খোঁজখবর নিতেন না তাঁরা৷ বৃদ্ধার দেখভালের জন্য যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনিও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি৷ শেষ পর্যন্ত অবস্থার অবনতি হতে হতে বৃদ্ধার ঠাঁই হয় রাস্তায়৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷ Photo- Representive
বাংলা খবর/ছবি/দেশ/
এক ছেলে অফিসার, অন্য জন নেতা! রাস্তার পাশে পড়ে থেকে মৃত্যু মায়ের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল