TRENDING:

Income Tax Raid: মেঝের উপরেই পড়ে বান্ডিল বান্ডিল নোট! এখনও গোনা বাকি ৩৬টা ব্যাগ, কোথা থেকে এল এত টাকা?

Last Updated:
টাকার অঙ্ক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে সূত্রের খবর৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ কুমার সাহুর বাড়ি, অফিস সহ একাধিক জায়গা থেকে দফায় দফায় উদ্ধার হচ্ছে টাকার পাহাড়৷
advertisement
1/6
মেঝের উপরেই পড়ে বান্ডিল বান্ডিল নোট! এখনও গোনা বাকি ৩৬টা ব্যাগ, এত টাকা...
ওড়িশায় গত কয়েকদিন ধরে টাকা উদ্ধারের ঘটনা ঘটছে, তাতে বাজেয়াপ্ত হওয়া টাকার অঙ্ক ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে সূত্রের খবর৷ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ কুমার সাহুর বাড়ি, অফিস সহ একাধিক জায়গা থেকে দফায় দফায় উদ্ধার হচ্ছে টাকার পাহাড়৷
advertisement
2/6
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কের ওড়িশা শাখার আঞ্চলিক ম্যানেজার ভগত বেহেরা বলেন, “আমরা মোট ১৭৬টি ব্যাগ পেয়েছি৷ তার মধ্যে ১৪০টি গোনা হয়েছে৷ গণনা প্রক্রিয়ায় ৩টি ব্যাঙ্কের কর্মীরা জড়িত৷ এখানে প্রায় ৪০টি টাকা গোনার মেশিন আনা হয়েছে৷ ২৫টি ব্যবহার করা হচ্ছে৷ ১৫টি ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে।
advertisement
3/6
ওই ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন, আয়কর হানায় উদ্ধার হওয়া এই ৩৫০ কোটি টাকা এর আগে এক জনের কাছ থেকে কখনও উদ্ধার করা হয়নি৷ এটা গোটা দেশে সার্বিক ভাবে একটা রেকর্ড৷ টাকা গোনার জন্য কার্যত নাওয়া-খাওয়ার সময় পাচ্ছেন না কর্তারা৷ ঘটনাস্থলেই হয়েছে রান্নাবান্নার বিশাল আয়োজন৷
advertisement
4/6
কংগ্রেস সাংসদের বাড়ি ও অফিসে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ যদিও বিষয়টি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস৷ প্রবীণ কংগ্রেস নেতা ট্যুইট করে জানিয়েছেন, ‘সাংসদ ধীরজ সাহুর ব্যবসার সঙ্গে কংগ্রেস কোনও ভাবেই যুক্ত নয়৷ এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তার উত্তর একমাত্র উনিই দিতে পারবেন এবং এর উত্তর ওঁর দেওয়া উচিত৷’
advertisement
5/6
বৌধ ডিস্টিলারির বিভিন্ন সংস্থা এবং এই সংস্থারই রাইস মিলে এই তল্লাশি চালানো হচ্ছে বর্তমানে৷ এই সংস্থার সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকেরা৷ এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কংগ্রেস সাংসদের ছেলে রীতেশ সাহু৷ দাদা উদয় শঙ্কর প্রসাদ সংস্থার চেয়ারম্যান৷ ধীরজ সাহুর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা৷
advertisement
6/6
এক আয়কর আধিকারিক জানিয়েছেন, ‘‘এই কোম্পানির ২০১৯ এবং ২০২১ সালের নথিপত্র দেখেই আমাদের সন্দেহ হয়েছিল৷ ক্রমাগত, কম লাভ দেখানো হয়েছিল সংস্থার তরফে৷ ব্যালান্স শিটেও গরমিল ছিল৷ সেই কারণেই আয়কর হানার সিদ্ধান্ত৷’’ তিনি জানান, এই তল্লাশি চলবে এবং শুধু ৩০০ কোটি নয়, উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরও বাড়বে বলে অনুমান আধিকারিকদের৷
বাংলা খবর/ছবি/দেশ/
Income Tax Raid: মেঝের উপরেই পড়ে বান্ডিল বান্ডিল নোট! এখনও গোনা বাকি ৩৬টা ব্যাগ, কোথা থেকে এল এত টাকা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল