TRENDING:

October Holiday List 2024: অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি...!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস? দেখে নিন তারিখ-সহ পূর্ণাঙ্গ তালিকা

Last Updated:
October Holiday List 2024: অক্টোবর মাস মানেই দুর্গাপুজোর মাস। আবার এই মাসেই রয়েছে আলোর উৎসব দীপাবলি। তাই এই মাসে লম্বা ছুটি থাকে রাজ্যে রাজ্যে প্রতিটি সরকারি দফতরে। বন্ধ থাকে সরকারি প্রতিষ্ঠান আর স্কুল-কলেজ। দেশের প্রতিটি রাজ্যেই এই মাস এক অর্থে উৎসবের মরশুম!
advertisement
1/10
অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি...!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস?
অক্টোবর মাস মানেই দুর্গাপুজোর মাস। আবার এই মাসেই রয়েছে আলোর উৎসব দীপাবলি। তাই এই মাসে লম্বা ছুটি থাকে রাজ্যে রাজ্যে প্রতিটি সরকারি দফতরে। বন্ধ থাকে সরকারি প্রতিষ্ঠান আর স্কুল-কলেজ। দেশের প্রতিটি রাজ্যেই এই মাস এক অর্থে উৎসবের মরশুম।
advertisement
2/10
অক্টোবর মাসে দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো ও কালীপুজোর ছুটিও রয়েছে একাধিক রাজ্যে। তাই রাজ্য সরকারের অফিসগুলিতে টানা ছুটি থাকে। অনেক স্কুলও প্রায় মাস খানেকের লম্বা ছুটি দেয় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের। চলুন দেখে নেওয়া যাক তারিখ ও দিন -সহ ছুটির তালিকা।
advertisement
3/10
দুর্গাপুজোর ছুটি২ অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। তবে এই বুধবার ছুটি পাবেন রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মীরা।
advertisement
4/10
দুর্গাপুজো বা দশেরার ছুটি:১১ অক্টোবর অষ্টমী ও ১২ অক্টোবর দশমীর ছুটি থাকবে গোটা দেশে। দেশের উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব বা পশ্চিম সর্বত্রই এই দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, সরকারি দফতর থেকে স্কুল-কলেজ ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান।
advertisement
5/10
দীপাবলি ও দিওয়ালির ছুটি :এরপরে ৩১ অক্টোবর দীপাবলি ও ১ নভেম্বর দিওয়ালি হিসেবে দেশের সরকারি অফিস ও স্কুল-কলেজে ছুটি থাকার কথা।
advertisement
6/10
দেশ জুড়ে এই পাঁচদিনের সরকারি ছুটির পাশাপাশি এই অক্টোবর মাসে আবার পাচ্ছেন উপরি লং উইকেন্ড বা দীর্ঘ সপ্তাহান্ত যা আপনার উৎসবের মেজাজকে দ্বীগুণ করে দেবে।
advertisement
7/10
আপনি যদি সপরিবারে ছুটিতে যেতে চান বা পরিবারের সঙ্গে উৎসবের মেজাজে কদিন টানা আনন্দে মেতে উঠতে চান তবে ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত লম্বা ছুটির সুযোগ থাকছে এই মাসে। কারণ অষ্টমী-দশমীর ছুটির পরেই থাকছে রবিবারের ছুটি ১৩ তারিখ।
advertisement
8/10
আর এই তিনদিনের আগে পরে একটা সিএল নিয়ে নিলেও তো মজাই মজা। ছুটে চলে যেতে পারেন পাহাড় বা সমুদ্র। আগে থেকে ছুটির তালিকা মিলিয়ে টিকিটের বন্দোবস্ত করে রাখলে আর কে ঠেকায়!
advertisement
9/10
তবে অনেকেই আবার বাইরে না গিয়ে নিজের মতো করে গান শুনে, বই পড়েও কাটিয়ে দিতে পারেন লম্বা হলিডে। বাইরে কোথাও না গিয়ে ছোট্ট স্টেকেশনই বা মন্দ কী!
advertisement
10/10
তবে উপরোক্ত ছুটি ছাড়াও আরও বাড়তি ছুটির সুযোগ থাকে বাংলার মতো বেশ কয়েকটি রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের তরফ থেকে যে কোনও রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন আরও কিছু ছুটি। বাড়তি ছুটি থাকবে স্কুল-শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি দফতরেও।
বাংলা খবর/ছবি/দেশ/
October Holiday List 2024: অক্টোবর মাসে পাঁচ-পাঁচদিন ছুটি...!! কবে কবে বন্ধ থাকবেই সরকারি স্কুল-কলেজ-অফিস? দেখে নিন তারিখ-সহ পূর্ণাঙ্গ তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল