TRENDING:

ওবিসি মামলার শুনানি! স্থগিতাদেশ চেয়ে আবেদন কপিল সিব্বলের, কী জানাল সুপ্রিম কোর্ট? কবে ফের শুনানি?

Last Updated:
OBC Case: গত শুনানিতে জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আজ, সোমবার ওবিসির মূল মামলার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। কিন্তু আদালতে এদিন হলই না শুনানি। আগামী সোমবার মামলার শুনানি।
advertisement
1/6
ওবিসি মামলার শুনানি! স্থগিতাদেশ চেয়ে আবেদন কপিল সিব্বলের, কবে ফের শুনানি?
গত শুনানিতে জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। আজ, সোমবার ওবিসির মূল মামলার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। কিন্তু আদালতে এদিন হলই না শুনানি। আগামী সোমবার মামলার শুনানি।
advertisement
2/6
রাজ্যের তরফে আদালতকে জানানো হয় আদালতের পূর্ববর্তী নির্দেশের ক্ষেত্রে নিজেদের মতামত জানানোর জন্য তারা কিছু সময় চান। সেই আবেদন মেনে পরবর্তী শুনানি হবে পয়লা সেপ্টেম্বর, এমনটাই শীর্ষ আদালত সূত্রে খবর।
advertisement
3/6
গত ১৭ জুন ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্যের বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। রাজ্য উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।
advertisement
4/6
হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। গত ১১ অগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে মামলাটি ওঠেনি। পরের দিনও শীর্ষ আদালতের তালিকায় এই মামলাটি না-থাকায় রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিল। তখন শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। সোমবার আবার সেই শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।
advertisement
5/6
প্রসঙ্গত, গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে।
advertisement
6/6
এরপরে সেই মামলার শুনানি এক মাস পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ওবিসি জটের জেরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশও আটকে ছিল দীর্ঘদিন। অনিশ্চয়তার মুখে পড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
বাংলা খবর/ছবি/দেশ/
ওবিসি মামলার শুনানি! স্থগিতাদেশ চেয়ে আবেদন কপিল সিব্বলের, কী জানাল সুপ্রিম কোর্ট? কবে ফের শুনানি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল