রেলের নতুন পরিষেবা, এবার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বুকিং করতে পারবেন ট্রেনের টিকিট
Last Updated:
রেলের পরিষেবা আরও উন্নত করার জন্য একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে সরকার ৷
advertisement
1/4

রেলের পরিষেবা আরও উন্নত করার জন্য একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে সরকার ৷ এবার প্রথমবার ট্রেনের টিকিট বুকিং করার জন্য ব্যবহার করা হবে বায়োমেট্রিক পদ্ধতি ৷ রেলের জেনারেল টিকিট বুকিংয়ে বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার শুরু করে দিয়েছে ৷ এর জেরে সিট পেতে সুবিধা হবে যাত্রীদের ৷
advertisement
2/4
এই পাইলট প্রোজেক্ট ওয়েস্টার্ন রেলওয়ে ডিভিশনের মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ও বান্দ্রা টার্মিন্যালে শুরু করা হয়েছে ৷ এর জন্য দুটি স্টেশনে ২-২ বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে ৷
advertisement
3/4
স্টেশনে রাখা বায়োমেট্রিক মেশিনে যাত্রীদের নিজেদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ৷ এরপর একটি টোকেন জেনারেট করা হবে ৷ এই টোকেন নম্বর প্রত্যেক জেনারেল ক্লাসের কোচের সিট নম্বর অনুযায়ী দেওয়া হবে ৷
advertisement
4/4
এরপর টোকেন নম্বর অনুযায়ী যাত্রীদের লাইনে দাঁড়াতে হবে ৷ একজন আরপিএফ এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে টোকেনের সিরিয়ল নম্বর চেক করে প্যাসেঞ্জারদের সেই অর্ডারে কোচে প্রবেশ করতে দেবেন ৷