সর্ষের মধ্যেই ভূত? নিকির পরিবারেও চলত পণ নিয়ে মা*রধ*র! এবার মুখ খুললেন নিকির ভাইয়ের প্রাক্তন স্ত্রী!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নয়ডার নিকি হত্যাকাণ্ডে একের পর এক নয়া মোড় উঠে আসছে। এবারে পণ নিয়ে মারধরের বিষয়ে মুখ খুললেন নিকির ভাইয়ের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী। ২০২৪ সালে পণ সংক্রান্ত বিষয়ে মারধরের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মীনাক্ষী।
advertisement
1/6

নয়ডার নিকি হত্যাকাণ্ডে একের পর এক নয়া মোড় উঠে আসছে। এবারে পণ নিয়ে মারধরের বিষয়ে মুখ খুললেন নিকির ভাইয়ের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী।২০২৪ সালে পণ সংক্রান্ত বিষয়ে মারধরের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মীনাক্ষী।
advertisement
2/6
জানা গিয়েছে, ওই অভিযোগে নিকির ভাই তাঁকে প্রচণ্ড মারধর করত। এই প্রসঙ্গে তিনি বলেন, "পণে সিয়াজ গাড়ি পাওয়ার পরেও রোহিত অখুশি ছিল। সেই থেকেই সে প্রচণ্ড মারধর করত।" পণে সে ফের স্করপিও-এর দাবি করেছিল। সিয়াজ গাড়ি সে বিক্রি করে দিয়েছিল।
advertisement
3/6
অতিমারির সময় মীনাক্ষীর বাবা মারা যান। এরপরেই তাঁর উপর অত্যাচার বাড়তে থাকে। তিনি বলেন, তাঁর শ্বশুর, শাশুড়ি, নিকি, কাঞ্চন প্রত্যেকেই তাঁকে মারধর করত। প্রসঙ্গত, ভাটি পরিবারে বিয়ের পর থেকেই তাঁদের উপর অত্যাচারের অভিযোগ তোলেন কাঞ্চন।নিকিকে পুড়িয়ে মারার অভিযোগ করা হয়। কিন্তু, এরই মাঝে মীনাক্ষীর নতুন অভিযোগে চাঞ্চল্য ছড়াল।
advertisement
4/6
জানা গিয়েছে, রোহিতের পরিবারের পক্ষ থেকে ৩৫ লক্ষ টাকা চাওয়া হয় অন্যদিকে শর্ত রাখা হয় মীনাক্ষীর পরিবার মামলা তুলে নেবে। কিন্তু, বাস্তবে সেই টাকা ফেরত দেয়নি পরিবার উল্টে চলতে থাকে অত্যাচার।এর কিছুদিন পরে মীনাক্ষীর দাদা তাঁর বোনকে বাড়ি আনতে গেলে তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।
advertisement
5/6
অন্যদিকে, ২১ অগাস্ট নিকির পরিবার এবং তাঁর স্ত্রী কাঞ্চন অভিযোগ করেন যে নিকিকে তাঁর স্বামী এবং শ্বশুর ও শাশুড়ি নয়ডার সিরসা গ্রামে গায়ে আগুন দিয়ে হত্যা করে।
advertisement
6/6
এরপরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। কিন্তু, দেখা যায় নিকির শেষকৃত্যে অভিযুক্ত ভিপিনের বাবা সম্পন্ন করছেন। এরফলে মনে করা হচ্ছিল যে শ্বশুর এবং শাশুড়ি পালিয়ে বেড়াচ্ছিলেন তা নিয়েও ধন্দের সৃষ্টি হয়।