Nitish Kumar: দশমবার মুখ্যমন্ত্রী পদে বসার আগেই নীতীশ কুমারের মাথায় নতুন মুকুট! রেকর্ডের পথে এগোচ্ছেন 'সুশাসনবাবু'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nitish Kumar: ঐতিহাসিক গান্ধি ময়দানে সকাল ১১টা ৩০ মিনিটে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement
1/6

পটনা: বিহারে এখন সাজো সাজো রব। বুধবার জনতা দল (ইউনাইটেড)-এর আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন নীতীশ কুমার। দিনের শেষে তাঁকে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতা হিসেবেও নির্বাচিত করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এর মধ্য দিয়েই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড দশমবারের মতো শপথ নেওয়ার পথে এগোবেন নীতীশ কুমার।
advertisement
2/6
বিহার রাজনীতির অন্দরমহলের খবর, নীতীশ কুমার আগামী ২০ নভেম্বর পটনায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সঙ্গে অন্তত ২০ জন মন্ত্রীও শপথ নিতে পারেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
advertisement
3/6
ঐতিহাসিক গান্ধি ময়দানে সকাল ১১টা ৩০ মিনিটে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
advertisement
4/6
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেই অনুযায়ী রাজ্যপাল খুব শীঘ্রই এনডিএকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথাই ছিল। রবিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাজভবনে নির্বাচিত বিধায়কদের তালিকা জমা দেওয়ার পরই রাজ্যে কার্যকর আদর্শ আচরণবিধি বিকেল ৫টা থেকে উঠে যায়।
advertisement
5/6
ইতিমধ্যে পটনা জেলা প্রশাসন ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গান্ধি ময়দান সাধারণ মানুষের জন্য বন্ধের ঘোষণা করেছে। নতুন সরকারে মন্ত্রী পদ বণ্টনকে ঘিরে এখন মূলত আলোচনার কেন্দ্রবিন্দু— কোন দলে কতজন মন্ত্রী থাকবে এবং কোন দফতর কার হাতে যাবে।
advertisement
6/6
সূত্রের খবর, বিজেপি ও জেডিইউর মধ্যে ৫০-৫০ ফর্মুলা নিয়ে আলোচনা চলছে। তবে আগের জোটের মতোই বণ্টন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি এলজেপি, এইচএএম, আরএলডি-সহ এনডিএ-র অন্যান্য মিত্র দলও মন্ত্রিসভায় ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জানিয়েছে। ফলে নয়া মন্ত্রিসভার কাঠামো কেমন হতে চলেছে, তার দিকে এখন সবার নজর।২০১৭ সালে ফের এনডিএ-তে ফেরেন নীতিশ। বিজেপির থেকে মুখ ঘুরিয়ে ফের ২০২২ সালের অগাস্টে মহাগঠবন্ধন বা গ্র্যান্ড অ্যালায়েন্সে ফেরেন তিনি।