TRENDING:

Nirmala Sitharaman Interview: ১ কোটি বাড়ি পাবে সৌরশক্তির সুবিধা: নির্মলা সীতারমণ

Last Updated:
অন্তর্বর্তী বাজেট পেশের পরে বাজেট সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নেটওয়ার্ক ১৮-কে তাঁর প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। নেটওয়ার্ক ১৮-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীর সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, '' রুফটপ সোলার স্কিমের আওতায় ১ কোটি বাড়ি বছরে প্রায় ১৮ হাজার সাশ্রয় করবে।''
advertisement
1/5
১ কোটি বাড়ি পাবে সৌরশক্তির সুবিধা: নির্মলা সীতারমণ
অন্তর্বর্তী বাজেট পেশের পরে বাজেট সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নেটওয়ার্ক ১৮-কে তাঁর প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। নেটওয়ার্ক ১৮-এর এডিটর-ইন-চিফ রাহুল জোশীর সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, '' রুফটপ সোলার স্কিমের আওতায় ১ কোটি বাড়ি বছরে প্রায় ১৮ হাজার সাশ্রয় করবে।''
advertisement
2/5
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, '' বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। প্রতি মাসে ১ কোটি বাড়িকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে''
advertisement
3/5
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’-র আওতায় ১ কোটি বাড়ি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে বিনামূল্যে, যার ফলে বার্ষিক সাশ্রয় হবে ১৮ হাজার।
advertisement
4/5
বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, '' গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প ‘লাখপতি দিদি’কে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র।’’ নির্মলা জানিয়েছেন, এত দিন ‘লাখপতি দিদি’ প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন। সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।
advertisement
5/5
নির্মলা সীতারমণ ঘোষণা করেন, খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি হয়েছে। এখন সাত লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
Nirmala Sitharaman Interview: ১ কোটি বাড়ি পাবে সৌরশক্তির সুবিধা: নির্মলা সীতারমণ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল