TRENDING:

Nikki Bhati Case:৩৬০ ডিগ্রি ঘুরে গেল নিকি মৃত্যু তদন্ত, সিসিটিভি ফুটেজ বলছে, 'খুন'-এর সময় বাড়ির বাইরে ছিল বিপিন আর ছেলে, তাহলে আসল 'কালপ্রিট' কে?

Last Updated:
নিকি ভাটি হত্যা-রহস্য ঘুরে গেল একেবারে অন্য খাতে! তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আর তাতেই রহস্য আরও গাঢ় হয়! নিকি খুনে মূল অভিযুক্ত ছিল স্বামী বিপিন ভাটি! কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে, যে সময় বাড়ির ভিতরে নিকি খুন হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই সময় বিপিন কিন্তু বাড়ির বাইরে ছিল।
advertisement
1/8
সিসিটিভি ফুটেজ বলছে, 'খুন'-এর সময় বাড়ির বাইরে ছিল বিপিন আর ছেলে, তবে কে মারল নিকিকে?
গ্রেটার নয়ডায় পণের দাবিতে বধূহত্যা কাণ্ডে চাঞ্চল্যকর নয়া মোড়। ঘটনা পুরো ঘুরে গেল ১৮০ ডিগ্রি! প্রাথমিকভাবে জানা গিয়েছিল, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পণের দাবিতে গৃহবধূ নিকি ভাটিকে তাঁর স্বামী বিপিন ভাটি এবং শাশুড়ি দয়াবতী মিলে বেধড়ক মারধর করে। অভিযোগ, চুলের মুঠি ধরে নিকিকে সিঁড়ি দিয়ে টানতে টানতে নীচে নিয়ে আসে বিপিন। তার পর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিকির বোন কাঞ্চন বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে দাবি। শুধু কাঞ্চন নন, নিকির খুদে ছেলেও জানিয়েছে, কী ভাবে তার বাবা এবং ঠাকুমা মিলে মাকে খুন করেছে। কিন্তু এবার সিসিটিভি ফুটেজ বলছে সম্পূর্ণ অন্য কথা!
advertisement
2/8
নিকি ভাটি হত্যা-রহস্য ঘুরে গেল একেবারে অন্য খাতে! তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ আর তাতেই রহস্য আরও গাঢ় হয়! নিকি খুনে মূল অভিযুক্ত ছিল স্বামী বিপিন ভাটি! কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে, যে সময় বাড়ির ভিতরে নিকি খুন হয়েছে বলে মনে করা হচ্ছে, সেই সময় বিপিন কিন্তু বাড়ির বাইরে ছিল। ঠিক কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে?
advertisement
3/8
বিপিনের ভাই দেবেন্দ্রর দাবি, রান্নাঘরে সিলিন্ডার বার্স্ট করায় পুড়ে গিয়েছিল নিকি। তাঁর যুক্তি, সিসিটিভি ফুটেজে যে চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছে, সেটা তখনই ঘটে, যখন নিকি বিস্ফোরণে আহত হন। সেই চিৎকার শুনেই বাড়ির ভিতরে ছুটে যায় বিপিন।
advertisement
4/8
নিকির বোন কাঞ্চনের বয়ান থেকে সম্পূর্ণ আলাদা বিপিনের ভাই দেবেন্দ্রর বয়ান এবং সিসিটিভি ভিডিওর ফুটেজ। কাঞ্চন দাবি করেছিল, শাশুড়ির সঙ্গে মিলে বিপিন নিকির গায়ে আগুন লাগিয়ে দেয়। কাঞ্চ আরও জানান, যখন মায়ের গায়ে আগুন লাগানো হচ্ছিল, তখন নিকির ৭ বছরের ছেলে চেঁচিয়ে কাঁদছিল। অথচ সিসিটিভি ফুটেজ বলছে বিপিন আর ছেলে বাড়ির বাইরে ছিল।
advertisement
5/8
গত বৃহস্পতিবার বিকেলে খুন করা হয় ২৮ বছর বয়সি নিকি ভাটিকে! এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নিহত নিকির স্বামী বিপিন ভাটি, ভাশুর রোহিত ভাটি, শ্বশুর সত্য বীর ও শাশুড়ি দয়াবতী। অভিযোগ, সেদিনই পার্লার খোলাকে কেন্দ্র করে স্বামী বিপিন ভাটির সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল নিকির।
advertisement
6/8
২০১৬ সালের ১০ ডিসেম্বর নিকি এবং তাঁর দিদি কাঞ্চনের বিয়ে হয় গ্রেটার নয়ডার ভাটি পরিবারের দুই ছেলে বিপিন এবং রোহিতের সঙ্গে। নিকির পরিবার সূত্রে দাবি, দুই মেয়ের বিয়েতে যথেষ্ট যৌতুক দিয়েছিল বাবা ভিখারি সিং। দেওয়া হয়েছিল স্করপিও গাড়ি, এনফিল্ড বাইক, নগদ টাকা, সোনা। কিন্তু তবুও লোভ মেটেনি শ্বশুরবাড়ির লোকেদের। তারা আরও পণ দাবি করত। পণের দাবিতে দুই মেয়েকে মারধর, অত্যাচার করত।
advertisement
7/8
পুলিশ সূত্রে জানা যায়, নিকি আর কাঞ্চনের আগে একটা পার্লার ছিল। মাঝে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি সেটিকেই আবার খোলার চেষ্টা করছিলেন দুই বোন। ‘মেকওভার বাই কাঞ্চন’ নামে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্টও ছিল তাঁদের। নানা রিলস শেয়ার করতেন তাঁরা। এক হাজারেরও বেশি ফলোয়ার। আর তাতেই ছিল বিপিন-সহ ভাটি পরিবারের আপত্তি। এমনকি স্ত্রীর পার্লার ফের খোলা নিয়েও অখুশি ছিল বিপিন।
advertisement
8/8
এই ঘটনার তদন্ত চালাচ্ছে নয়ডার কাসনা থানার পুলিশ। এসএইচও ধর্মেন্দ্র শুক্লা জানান, পার্লার খোলা নিয়ে অনড় ছিলেন নিকি। স্বামীকে স্পষ্ট জানিয়েছিলেন, কেউ তাঁকে পার্লার খোলায় আটকাতে পারবে না। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ, বিপিনের সঙ্গে পার্লার খোলা নিয়ে অশান্তি বাঁধে নিকি আর বিপিনের। ঘটনাচক্রে, গত বৃহস্পতিবার এই তর্কাতর্কির ঘণ্টা দুয়েকের মধ্যেই শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন নিকি।
বাংলা খবর/ছবি/দেশ/
Nikki Bhati Case:৩৬০ ডিগ্রি ঘুরে গেল নিকি মৃত্যু তদন্ত, সিসিটিভি ফুটেজ বলছে, 'খুন'-এর সময় বাড়ির বাইরে ছিল বিপিন আর ছেলে, তাহলে আসল 'কালপ্রিট' কে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল