Vande Bharat Express: ব্যবসা ও পর্যটনে নতুন দিশা দেখাবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস! জেনে নিন রুট
- Published by:Sayani Rana
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ভিডিও কনফারেন্সে রবিবার প্রধানমন্ত্রী নয়টি বন্দে ভারত এক্সপ্রেসের শুভসূচনা করেন। যাত্রীদের বিশ্বমানের সুবিধা দিতে এবং দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।
advertisement
1/6

ভিডিও কনফারেন্সে রবিবার প্রধানমন্ত্রী নয়টি বন্দে ভারত এক্সপ্রেসের শুভসূচনা করেন। যাত্রীদের বিশ্বমানের সুবিধা দিতে এবং দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। এই নয়টি ট্রেন রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড ও গুজরাট এই এগারোটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও ভাল করবে।
advertisement
2/6
জন সমাবেশের এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আজ চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ভারতজুড়ে পর্যটনকেও আরও ভাল করবে। যাতায়াতে যাতে কম সময় লাগে তাই মাল্টি-মডেল সংযোগ এবং সহজেই যাতে ভ্রমণ করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে।
advertisement
3/6
শনিবার সূচনা হওয়া নতুন বন্দে ভারত ট্রেনগুলি হল উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস, হায়দরাবাদ-বাঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, বিজয়ওয়াড়া-চেন্নাই (ভায়া রেনিগুন্টা) বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কাসারগড়-তিরুবনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস, রাউরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস।
advertisement
4/6
এই বন্দে ভারত ট্রেনগুলি নিজেদের রুটের দ্রুততম ট্রেন হবে ফলে যাত্রীদেরও যথেষ্ট সময় বাঁচাবে। সংশ্লিষ্ট রুটগুলিতে বর্তমানের দ্রুততম ট্রেনগুলির তুলনায় রাউরকেলাল-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস এবং কাসারগড়-তিরুবন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা দ্রুত, হায়দরাবাদ-বাঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস ২.৫ ঘণ্টারও বেশি দ্রুত, তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস ২ ঘণ্টারও অধিক দ্রুত, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং জামনগর-আমেদাবাদ বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা দ্রুত এবং উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস প্রায় আধা ঘণ্টা দ্রুত।
advertisement
5/6
দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে রাউরকেল্লা-ভুবনেশ্বর-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ও তিরুনেলভেলি-মাদুরাই-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস পুরী ও মাদুরাইকে সংযুক্ত করবে।
advertisement
6/6
পাশাপাশি, বিজয়ওয়াড়া-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস রেনিগুন্টা রুট হয়ে চলবে এবং তিরুপতি-সহ তীর্থযাত্রা কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে। এই বন্দে ভারত ট্রেনগুলি চালু করার ফলে দেশে রেল পরিষেবার এক নতুন দিগন্ত খুলে যাবে।