ঝাড়ুদারকে ভিডিও কলে ডেলিভারি করানোর পদ্ধতি বলে দিলেন ডাক্তার, তারপর হাসপাতালে যা হল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
New Born News: চরম অব্যবস্থা৷ না হলে এরকম কী করে হতে পারে? বিহারের রাজধানী পাটনা থেকে যে খবর সামনে এসেছে তা শুনলে বিশ্বাস করা অসম্ভব হয়ে যায়৷
advertisement
1/6

চরম অব্যবস্থা৷ না হলে এরকম কী করে হতে পারে? বিহারের রাজধানী পাটনা থেকে যে খবর সামনে এসেছে তা শুনলে বিশ্বাস করা অসম্ভব হয়ে যায়৷ দানাপুর থানা এলাকার গোলার একটি বেসরকারি নার্সিংহোমের অবহেলার কারণে জন্মের পরেই এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মতে, নার্সিংহোমের চিকিৎসক ঝাড়ুদারের সহায়তায় বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে প্রসব করিয়েছিলেন। চিকিৎসক ও ঝাড়ুদারের অবহেলায় জন্মের পরই প্রাণ হারায় শিশুটি। Photo- Representative
advertisement
2/6
যা খবর পাওয়া গেছে সেই অনুযায়ী মায়ের থেকে শিশুর নাভি কাটার সময় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে তোলপাড় করে এবং পুলিশকে ফোন করে ঘটনার জানায়, অভিযোগ জানায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমের ৩ নার্সিং স্টাফকে আটক করে।
advertisement
3/6
জানা গেছে, তরকরিয়া বাজারের বাসিন্দা রবিশঙ্করের স্ত্রী জুলি কুমারীকে দানাপুর থানা এলাকার গোলায় অবস্থিত হর্ষিত পালি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। জুলি প্রেগন্যান্ট ছিলেন, প্রসব বেদনার কারণে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ Photo- Representative
advertisement
4/6
মোটা টাকা নিয়ে তাঁকে নার্সিংহোমের চিকিৎসক কাঞ্চন লতা তাঁর নার্সিংহোমে ভর্তি করেছিলেন। ভর্তির পরপরই, কাঞ্চন লতা কোথাও চলে যান, জুলিকে নার্সিংহোমে দেখভাল করছিলেন হাসপাতালের মহিলা ঝাড়ুদার৷ চিকিৎসক চলে যাওয়ার পরপরই ওই প্রেগন্যান্ট মহিলার প্রবল লেবার পেন শুরু হয় এবং নর্ম্যাল ডেলিভারিতেই নবজাতক সন্তানের জন্ম দেন। Photo- Representative
advertisement
5/6
জানা যাচ্ছে নবজাতক শিশুর জন্মের সময় হাসপাতালে ঝাড়ুদার কর্মীরা হাজির ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ক্লিনিকের চিকিৎসক কাঞ্চন লতাকে জানান। খবর পেয়েই ডঃ কাঞ্চন লতা পরিচ্ছন্নতাকর্মী সুনিতা ও কর্মচারীদের ভিডিও কলের মাধ্যমে সন্তানের জন্ম কীভাবে হবে এবং কীভাবে শিশুটির নাভি কাটা হবে তা বলতে শুরু করেন। কিন্তু সঠিক জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে কর্মচারী ও ধাত্রী সুনিতা নবজাতকের ভুল নাড়ি কেটে দেন। নাড়ি কাটার কিছুক্ষণের মধ্যেই নবজাতক শিশুটির মৃত্যু হয়৷ Photo- Representative
advertisement
6/6
এরপর ক্লিনিকের কর্মীরা শিশু মৃত্যুর খবর আড়াল করার চেষ্টা করতে থাকে। কিন্তু, নবজাতকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোরগোল পড়ে যায় রবিশঙ্করের পরিবারে। গোটা হাসপাতাল জুড়ে কান্না আর আর্তনাদে ভরে যায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের কর্মচারী রবীন্দ্র কুমার, সুনিতা ও গীতাকে আটক করে সঙ্গে নিয়ে যায়। Photo- Representative