TRENDING:

দাবানলের মতো ছড়াচ্ছে Gen Z বিপ্লব! 'নম্বর নোট করুন...', বেগতিক দেখে নেপালের ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস!

Last Updated:
Nepal Gen Z Unrest: নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলের মাধ্যমে ভারতীয়দের বিশেষ বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে।
advertisement
1/7
দাবানলের মতো ছড়াচ্ছে Gen Z বিপ্লব...! নেপালের ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস!
Gen Z প্রতিবাদ আন্দোলন ঘিরে ফুটছে নেপাল! পরিস্থিতির চাপে মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই শত শত বিক্ষোভকারী তাঁর অফিসে হামলা চালিয়ে তছনছ করে ফেলেছে। চলছে ভাঙচুর।
advertisement
2/7
শুধু প্রধানমন্ত্রী নন, দফায় দফায় হামলা চলছে অন্যান্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতেও। একাধিক উচ্চপদস্থ নেতা নেত্রীর বাসভবন ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। এই বিক্ষোভে ইতিমধ্যেই ১৯ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।
advertisement
3/7
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেনারেল জেডের ব্যানারে বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন স্থানে 'কেপি চোর, দেশ ছোড়' (কেপি চোর, দেশ ছেড়ে যাও) এবং 'দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও' স্লোগান দিতে থাকে।
advertisement
4/7
এই পরিস্থিতিতে নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলের মাধ্যমে ভারতীয়দের বিশেষ বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে।
advertisement
5/7
এই পোস্টে লেখা হয়েছে, "নেপালে অবস্থিত সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে যে, যদি তাঁরা কোনও জরুরি পরিস্থিতির সম্মুখীন হন বা সাহায্যের প্রয়োজন হয়, তাহলে যোগাযোগের জন্য দেওয়া ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।"
advertisement
6/7
এই মর্মে দূতাবাস জানিয়েছে, "কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের নিম্নলিখিত টেলিফোন নম্বরগুলি নোট করুন:--১. +৯৭৭ – ৯৮০ ৮৬০ ২৮৮১২. +৯৭৭ – ৯৮১ ০৩২ ৬১৩৪
advertisement
7/7
এদিকে নেপালের আন্দোলনের আঁচ ভারত-নেপাল সীমান্তেও। ইতিমধ্যেই তার আঁচ এবার ভারত-নেপাল সীমান্তে। একের পর এক বন্ধ হয়ে গিয়েছে ব্যস্ত সীমান্তগুলি। চরম অস্থিরতা ও অব্যবস্থার শিকার প্রায় সাড়ে তিন হাজার কন্টেনার। ট্রাকের পর ট্রাক পণ্য আটকে আছে এখনও। প্রাণভয়ে পালিয়ে আসছেন পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীরা।
বাংলা খবর/ছবি/দেশ/
দাবানলের মতো ছড়াচ্ছে Gen Z বিপ্লব! 'নম্বর নোট করুন...', বেগতিক দেখে নেপালের ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল