TRENDING:

National News: স্ক্রু ড্রাইভার দিয়ে ভয়ঙ্কর কাজ...রক্ত দেখে পুলিশ যা ভেবেছিল সম্পূর্ণ ভুল! পোস্টমর্টেমে সামনে এল অন্য অত্যাচার

Last Updated:
পরের দিন তাঁরা মোরাদাবাদের কোতোয়ালি মৈনাথের মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে যে খুনের আগে সায়রাকে ধর্ষ*ণ করা হয়েছিল৷ কারণ,...
advertisement
1/8
স্ক্রু ড্রাইভার দিয়ে ভয়ঙ্কর কাজ...রক্ত দেখে পুলিশ যা ভেবেছিল সম্পূর্ণ ভুল! আসলে যা ঘটেছিল
মেয়েদের উপরে নির্যাতনের ঘটনা যেন কোনও শাস্তিতেই কমে না৷ নির্যাতন কখন যে পরিণত হয় নৃশংসতায়, তা মনে হয় আততায়ীও বুঝতে পারে না৷ দেশে নৃশংস ঘটনা ঘটল এক তরুণীর সঙ্গে৷ আবারও৷
advertisement
2/8
গত শনিবার গবাদি পশুর জন্য খাবার আনতে বেরিয়েছিলেন সায়রা৷ তারপর আর বাড়ি ফেরেননি৷ সন্ধ্যা পর্যন্ত সায়রা বাড়ি না ফেরায় তাঁর পরিবার তাঁকে সর্বত্র খুঁজতে বের হন। Generated image
advertisement
3/8
[caption id="" align="alignnone" width="1200"] পরের দিন তাঁরা মোরাদাবাদের কোতোয়ালি মৈনাথের মাঠে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে যে খুনের আগে সায়রাকে ধর্ষণ করা হয়েছিল৷ কারণ,... Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/8
সায়রার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তবে, পোস্টমর্টেম করার পরে জানা যায় অন্য কথা৷ জানা যায় যে, তাঁকে ধর্ষণ করা হয়নি৷ বরং, স্ক্রু ড্রাইভারে মতো যন্ত্র দিয়ে কোপানো হয়েছিল, হ্যাঁ, গোপনাঙ্গেও।
advertisement
5/8
[caption id="" align="alignnone" width="1200"] তদন্ত চলাকালীন, পুলিশ সায়রার মোবাইল ফোনে পাঁচটি মিসড কল দেখতে পায়। যে নম্বরটি থেকে কল করা হয়েছিল তদন্ত করে দেখা যায় যে সেটি রাফি নামে এক ব্যক্তির নম্বর, যিনি ওই মহিলার গ্রামেই থাকেন। Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/8
[caption id="" align="alignnone" width="1200"] সায়রার মা সাফিনা পুলিশকে জানান যে রফি, তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। এরপর পুলিশ রফিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় রফি পুলিশের কাছে স্বীকার করে যে সে সায়রাকে খুন করেছে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/8
[caption id="" align="alignnone" width="1200"] রফি জানায়,'খুনের পর স্নান করে ঘুমিয়ে পড়েছিল' সে৷ রফি পুলিশকে বলে, ‘‘ সে সায়রাকে ভালবাসত, কিন্তু সে তার অনুভূতির প্রতিদান দেয়নি। সে বলেছিল যে কয়েকদিন আগে, গ্রামের এক লোক তাকে মারধর করে সে। তার সন্দেহ ছিল যে সায়রা তাকে মারধরকারী ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে আছে৷’’ Generated image</dd> <dd>[/caption]
advertisement
8/8
ঘটনার পর সে দু’দিন ধরে সে সায়রার পিছু পিছু ঘুরে বেড়ায়। শনিবার সে মাঠের দিকে সায়রার পিছু নেয় এবং স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে ১৮ বার কোপায়৷ পুলিশ জানিয়েছে, ‘‘সায়রা যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল, রফির কাছে প্রাণভিক্ষা চাইছিল, তখন রফি স্ক্রু ড্রাইভার দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। তারপর রফি সায়রার দেহকে ঝাঁকিয়ে যখন নিশ্চিত হয় যে সে মারা গেছে, তখন সে বাড়ি গিয়ে স্নান করে, পোশাক বদলে ঘুমিয়ে পড়ে৷’’ Generated image
বাংলা খবর/ছবি/দেশ/
National News: স্ক্রু ড্রাইভার দিয়ে ভয়ঙ্কর কাজ...রক্ত দেখে পুলিশ যা ভেবেছিল সম্পূর্ণ ভুল! পোস্টমর্টেমে সামনে এল অন্য অত্যাচার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল