কী শিখবে কী ভাবে শিখবে ছাত্রছাত্রী, কতটা বদলাল স্কুল শিক্ষার নিয়মকানুন, বাবা মায়েরা জানুন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক নয়। সরাসরি শিক্ষামন্ত্রক। আমূল বদল শিক্ষানীতিতে, একনজরে বাবা মায়েরা জানুন কতটা বদলাল স্কুল শিক্ষার নিয়মকানুন-
advertisement
1/5

আমূল বদলে গেলে দেশের শিক্ষানীতি। ১৯৮৬ সালের পর এই প্রথম এতবড় রদবদল। ঠিক কী কী বদল আসছে স্কুল চৌহদ্দিতে? জানুন-
advertisement
2/5
এখন স্কুল শিক্ষা ১০+২ নীতিতে চলে। এই নীতি বদলে স্কুলের চৌহদ্দিতে আরও তিন বছর যোগ হল। ভেঙে দেওয়া হল পুরনো ধাঁচাও। নতুন ধাঁচায় স্কুল শিক্ষা হবে ৫+৩+৩+৪ নীতিতে।
advertisement
3/5
প্রি প্রাইমারি স্তরকেও এবার স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হচ্ছে। এবার থেকে কমবে পাঠ্যক্রমের বোঝা। বিশেষ পরীক্ষা হবে তৃতীয়,পঞ্চম ও অষ্টম শ্রেণিতে।
advertisement
4/5
মাতৃভাষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে এবারের শিক্ষানীতিতে। বলা হচ্ছে পঞ্চম শ্রেণি পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দিতে হবে। তবে এরই সঙ্গে বাধ্যতামূলক ভাবে পড়াতে হবে ইংরেজি।
advertisement
5/5
মুখস্ত নয়, নতুন শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হবে প্রয়োগে। থাকবে হাতেকলমে কাজ শেখার সুযোগ। ক্লাস সিক্স থেকে কোডিং শেখানোর প্রস্তুতি নেওয়া হবে একজন ছাত্রকে।