অতিবৃষ্টিতে মুম্বইয়ে মৃত অন্তত ২৫, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
Last Updated:
advertisement
1/8

শুক্রবার থেকে এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে মায়ানগরী। গতরাতে প্রবল বৃষ্টিতে মালাডের পিম্পড়িপাড়া এলাকায় পাঁচিল ধসে মৃত্যু হয়েছে তেরজনের। (Image: News18)
advertisement
2/8
জখম বেশ কয়েকজন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে আশঙ্কা। (Image: News18)
advertisement
3/8
উদ্ধারকাজে এনডিআরএফ, দমকল, পুলিশ। (Image: News18)
advertisement
4/8
এছাড়া পুনেতেও দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৭ জনের। (Image: News18)
advertisement
5/8
কল্যাণে ন্যাশনাল উর্দু স্কুলের দেওয়াল ভেঙে তিন বছরের এক শিশু-সহ মৃত্যু হয় তিনজনের। আহত এক। (Image: News18)
advertisement
6/8
যে সব জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে, সেখানে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ। (Image: News18)
advertisement
7/8
মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ । (Image: Newss18)
advertisement
8/8
অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। দুদিনের বৃষ্টিতে মৃত্যু হয়েছে ২৫জনের।