বিভিন্ন বিভাগে বিগত ৪ বছরে ১৪% কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, দাবি CII সমীক্ষায়
Last Updated:
advertisement
1/7

মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (MSME) ক্ষেত্রে গত চার বছরে বৃদ্ধির হার প্রায় ১৩.৯% , এমনই তথ্য প্রকাশ পেয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII ) এক সমীক্ষায় । (ছবি: সংগৃহীত)
advertisement
2/7
সম্প্রতি দেশে রেকর্ড বেকারত্বের তথ্য প্রকাশ হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, নোটবন্দি ও জিএসটির পর কাজ হারিয়েছেন প্রচুর মানুষ । তবে সেই রেকর্ডের বিপরীত কথাই বলছে এই রিপোর্ট । NSSO সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে ৪৬ বছরে রেকর্ড বেকারত্ব তৈরি হয়েছে। (ছবি: সংগৃহীত)
advertisement
3/7
CII সমীক্ষা অনুযায়ী, গত চার বছরে প্রায় ৩,৩২,৩৯৪ নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে অর্থাৎ এই বৃদ্ধির হার ৩.৩ %। মোট বৃদ্ধির হার ১৩.৯%। (ছবি: সংগৃহীত)
advertisement
4/7
প্রায় ১,০৫,৩৪৭টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি সংস্থায় এই সমীক্ষা করেছিল CII । শ্রমমন্ত্রকের তথ্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন এই সমীক্ষা চালানো হয়েছিল । (ছবি: সংগৃহীত)
advertisement
5/7
আতিথেয়তা, পর্যটন, টেক্সটাইল ও বস্ত্রশিল্পে সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশিত হয়েছে। পাশাপাশি রয়েছে ধাতব শিল্প,যন্ত্রাংশ শিল্পেও ৪ বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে । এছাড়াও,সরবরাহ ও পরিবহণ শিল্পেও প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে। (ছবি: সংগৃহীত)
advertisement
6/7
মহারাষ্ট্র, গুজরাত ও তেলঙ্গানায় সবচেয়ে বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে । এছাড়াও এই সমীক্ষা অনুযায়ী, আগামী ৩ বছরেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে । (ছবি: সংগৃহীত)
advertisement
7/7
MSME সংস্থাগুলিকে ২% আর্থিক সাহায্য দেয় সরকার ও এর ফলে এই তিনটি ক্ষেত্রে অগ্রগতির প্রভূত সম্ভাবনা রয়েছে, বলছে এই রিপোর্ট । (ছবি: সংগৃহীত)