Mouni Roy And Suraj Nambiar Wedding: মালয়ালী ও বাঙালি... দুই রীতিতেই বিয়ে করলেন বাঙালি কন্যা মৌনী রায়, দেখুন EXCLUSIVE অ্যালবাম
- Published by:Rukmini Mazumder
Last Updated:
একবার মালয়ালী রীতিতে আর একবার বাঙালি মতে পান পাতায় মুখ ঢেকে বিয়ে হল বাঙালি কন্যের।
advertisement
1/12

সাতপাকে বাঁধা পড়লেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার! মালয়ালী ও বাঙালি... দুই রীতিতেই বিয়ে হল কপোত-কপোতির! মৌনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সূরজ
advertisement
2/12
সকালে মালয়ালী রীতি মেনে বিয়ে করেছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy wedding) ও সুরজ নাম্বিয়ার। কিন্তু বঙ্গতনয়ার বিয়েতে বাঙালি ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই বৃহস্পতিবার রাতে বাঙালি রীতি মেনে ফের বিয়ের পিঁড়িতে বসলেন মৌনী ও সুরজ। নিষ্ঠাভরে পালন করলেন বিয়ের সমস্ত নিয়ম-রীতি
advertisement
3/12
একবার মালয়ালী রীতিতে আর একবার বাঙালি মতে পান পাতায় মুখ ঢেকে বিয়ে হল বাঙালি কন্যের।
advertisement
4/12
সন্ধ্যা বেলা বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন 'গোল্ড', 'তুম বিন টু', 'মেড ইন চায়না'র নায়িকা মৌনি। এক্কেবারে টুকটুকে লালরঙা বিয়ের পোশাকে ছাদনাতলায় হাজির হলেন কনে। মাথায় লালচে ওড়না।
advertisement
5/12
মৌনীর ওড়না জুড়ে লেখা ছিল 'আয়ুষ্মতী ভবঃ'।
advertisement
6/12
সাদা চাদোয়া এবং সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সেজেছেন মৌনী। দক্ষিণী রীতিতে বিয়ে হলেও বেনারসি পরতে ভোলেননি কোচবিহারের মেয়ে
advertisement
7/12
মাথায়, গলায়, হাতে সোনার গয়নায় উজ্জ্বল মৌনী।
advertisement
8/12
ঘিয়ে রঙা শেরওয়ানি এবং সাদা মুন্ড পরে রয়েছেন সূরজ। মালাবদল করার পরে একে অপরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি।
advertisement
9/12
মেহন্দি অনুষ্ঠানে মন্দিরা বেদীর সঙ্গে মৌনী
advertisement
10/12
মৌনীর গায়ে হলুদ
advertisement
11/12
গায়ে হলুদ হচ্ছে সূরজের
advertisement
12/12
মিঞা-বিবির খুনসুটি