Weather Update: Cyclone Gulab-র জেরে দেরিতে যাবে মৌসুমী বায়ু, বৃষ্টি হবে ১০০%
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Alert: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি নিম্নচাপ শনিবারই সাইক্লোনে পরিণত হয়েছে, সাইক্লোন গুলাব এবার দ্রুত গতিতে জলভাগের ওপর শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে৷
advertisement
1/4

#কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি নিম্নচাপ শনিবারই সাইক্লোনে পরিণত হয়েছে, সাইক্লোন গুলাব এবার দ্রুত গতিতে জলভাগের ওপর শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে৷ আবহাওয়ার পূর্বাভাসে (Weather Update) বলা হয়েছে অন্ধ্রপ্রদেশেক উত্তর দিকে ও ওড়িশার দক্ষিণভাগে উপকূলবর্তী এলাকায় অরেঞ্জ অ্যালার্টে বৃষ্টির পূর্বাভাস (Rain) জারি করা হয়েছে৷ আইএএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে সাইক্লোন গুলাব (Gulab Cyclone) পশ্চিমদিকে অগ্রসর হবে৷ উত্তর অন্ধ্র্রের কলিঙ্গপত্তন ও দক্ষিণ ওড়িশার গোপালপুরের মধ্যে দিয়ে এই সাইক্লোন যাবে৷ Photo-IMD/Sattelite Image
advertisement
2/4
উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশায় ওয়েদার আপডেটে (Weather Update) অ্যালার্ট জারি করা হয়েছে৷ উপকূলবর্তী অঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে৷ এছাড়া ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাত, আর গোয়তেও এর প্রভাব পড়বে৷ ওয়েদার আপডেটে (Weather Update) বলা হয়েছে গুজরাত অবধি পৌঁছতে পৌছতে এই সাইক্লোন দুর্বল হয়ে পড়বে৷ এরপরেও নিম্নচাপ তৈরি জারি থাকবে৷ পুরো সেপ্টেম্বর মৌসুমী বায়ুর প্রভাব জারি থাকবে৷
advertisement
3/4
২৫ সেপ্টেম্বর অবধি দেশে ৮৩৮.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ যা এই মাত্র ২ শতাংশ কম রয়েছে৷ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৮৮০.৬ শতাংশ বৃষ্টি হয়৷ স্কাইমেট ওয়েদারের মতে সেপ্টেম্বরের শেষ প্রবল বৃষ্টির (Rain) জেরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলের প্রভূত ক্ষতি হবে৷ এই সময় যদি মৌসুমী বায়ু ফিরে যেত তাহলে তা কৃষির জন্য লাভদায়ক হত৷ Photo-IMD/Sattelite Image
advertisement
4/4
ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উরকূলে রবিবারই সাইক্লোন গুলাব ধাক্কা মারার কথা৷ তারজন্য উদ্ধারকার্য, ত্রাণসামগ্রী সমস্ত কিছু যোগাড় করে রাখা হয়েছে৷ অন্ধ্রের তটে এনডিআরএফ এবং এসডিআরএফের দল মজুদ করা হয়েছে৷ আপৎকালীন স্থিতির জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে৷ ২৭ তারিখ মাঝিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ বিশাখাপত্তনম, বিজয়নগরম ও শ্রীকাকুলাম জেলার নিচু এলাকা থেকে ৮৬ হাজার পরিবারকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে৷