আমূল বাঁকবদল উচ্চশিক্ষার নিয়মে, কী শিখবেন স্নাতকের নতুন ছাত্ররা, জানুন বিশদে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
গোটা শিক্ষানীতিটাই ঢেলে সাজাল মোদি সরকার। কতটা বদলাল স্নাতক পড়ার ধরনধারণ, জানুন-
advertisement
1/5

গত ৩৪ বছরে শিক্ষাকাঠামোও এতবড় রদবদল আসেনি। বুধবার বিকেলে গোটা শিক্ষানীতিটাই ঢেলে সাজাল মোদি সরকার। কতটা বদলাল স্নাতক পড়ার ধরনধারণ, জানুন-
advertisement
2/5
কলেজ মাঝপথে ছেড়ে দেওয়া মানেই আর শিক্ষায় জলাঞ্জলি নয়। যতটুকু পড়া হয়েছে তার ভিত্তিতেই মিলবে শংসাপত্র। চার বছর পড়ার চারটি ধাপ, যথা সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ও অনার্স।
advertisement
3/5
পড়া ছাড়তে বাধ্য হয়েও কেউ নতুন করে শুরু করতে চাইলে, আগের ধাপগুলি পড়ার দরকার নেই। প্রথম বর্ষ আগে পড়া থাকলে শুরু করা যেতে পারে দ্বিতীয় বর্ষ থেকেই।
advertisement
4/5
এমফিলের কোনও গুরুত্বই থাকছে না। চাকরিমুখী পড়াশোনা হলে তিন বছরের ডিগ্রিই যথেষ্ট। স্নাতকোত্তর হবে১/২ বছরের। তারপর সরাসরি পিএইচডির সুযোগ।
advertisement
5/5
উচ্চশিক্ষায় নিয়ামক সংস্থা হবে একটিই। আলাদা করে ইউজিসি-র কোনও গুরুত্ব থাকবে না। উৎকর্ষের ভিত্তিতে সায়ত্ত্বশাসন পেতে পারে কলেজগুলি।