Anant Ambani-Radhika Merchant Wedding: সাদা শাড়িতে একেবারে অনন্য রূপে রাধিকা! দেখুন প্রাক বিবাহ অনুষ্ঠানের অদেখা সব ছবি
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আজ রাতে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে শুভ বিবাহের আসর।
advertisement
1/9

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়েই এখন সর্বত্র আলোচনা চলছে। অনেকেই একে ‘মরসুমের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে’ আখ্যাও দিয়েছেন। আজ, শুক্রবার রাতে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে শুভ বিবাহের আসর।
advertisement
2/9
রাধিকা সবচেয়ে সুন্দরী কনেদের একজন। ঝকঝকে হাসি আর জমকালো সাজে প্রাক বিবাহ অনুষ্ঠান থেকেই নজর কেড়েছেন সকলের। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে প্রাক বিবাহ অনুষ্ঠান উপভোগ করেছেন হবু কনে রাধিকা মার্চেন্ট। প্রেম, ঝলমলে ভাব আর হাসি তাঁর চিরসঙ্গী।
advertisement
3/9
রাধিকা প্রমাণ করে দিয়েছেন, সাধারণ সাদা শাড়িও মানানসইভাবে পরতে পারলে অতুলনীয় দেখায়। সাধারণ জিনিসে অসাধারণ ভাব আনাই তাঁর স্টাইল স্টেটমেন্ট। রাধিকার বাবা-মা বিয়ে উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। সেখানেই সাদা শাড়িতে মোহময়ী রূপে হাজির হন তিনি।
advertisement
4/9
কোকিলাবেন আম্বানি আয়োজিত গরবা অনুষ্ঠানে পরস্পরের হাত ধরে হাজির হন হবু দম্পতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
advertisement
5/9
প্রাক বিবাহ অনুষ্ঠানে ঠাকুমার সঙ্গে রাধিকা মার্চেন্ট। গালে হাত দিয়ে নাতনির মুখ দেখছেন ঠাকুমা। অসাধারণ এই মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়।
advertisement
6/9
জমকালো লেহঙ্গা চোলিতে রাধিকা মার্চেন্ট। সঙ্গে মানানসই মেকআপ। গলায় বড় নেকলেস। কানে ঝুমকো। লেহঙ্গার চোখ ধাঁধানো কাজ রাধিকার সৌন্দর্যের সঙ্গে মানানসই।
advertisement
7/9
ডান্ডিয়া নাচের আসরে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি। দু’জনের গলায় গোলাপি মালা। হাতে ডান্ডিয়া। অনন্তর পরনে সদা কুর্তা পাজামা। তার ওপর নেহরু জ্যাকেট। রাধিকার পরেছেন চওড়া পাড়ের বেগুনি লেহঙ্গা। দু’জনকেই মানিয়েছে চমৎকার।
advertisement
8/9
প্রাক বিবাহ অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টকে সাজিয়েছেন রিয়া কাপুর। বিয়ের অনুষ্ঠানেও রাধিকাকে সাজানোর দায়িত্ব পড়েছে তাঁর কাঁধেই। ছবিতে বোন অঞ্জলি মাজিথিয়ার সঙ্গে পোজ দিয়েছেন রাধিকা।
advertisement
9/9
প্রাক বিবাহ অনুষ্ঠানে রাধিকার মার্জিত লুক চমকে দিয়েছিল সবাইকে। জমকালো অথচ শান্ত সাজের আলোচনা চলেছিল সর্বত্র। এখন বিয়ের দিন রাধিকার লুক কেমন হয়, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সবাই। শুক্রবার রাতে সনাতন হিন্দু বৈদিক রীতি মেনে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন রাধিকা।