Meghalaya Honeymoon Couple Case: সে কী! রাজাকে মারার প্ল্যান ছিলই না সোনমদের! নদীতে ঝাঁপ বা অন্যের মৃতদেহ খোঁজা, বিরাট ছক কষেছিল রাজ-সোনম, শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Meghalaya Honeymoon Couple Case: মেঘালয় পুলিশ জানিয়েছে, গোটা পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। ধৃত পাঁচ জনকে প্রাথমিক ভাবে জেরার পর এমনটাই জানিয়েছে মেঘালয় পুলিশ।
advertisement
1/8

মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ডে নয়া মোড়। পুলিশি জেরায় বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য। রাজা রঘুবংশীকে হত্যা নয়, আসলে সোনম রঘুবংশীকে তাঁর কাছ থেকে সরানোই ছিল 'খুনিদের' উদ্দেশ্য। সেই অনুযায়ী দু’টি পরিকল্পনাও করে রাখা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত করা যায়নি।
advertisement
2/8
এরপরই রাজাকে খুনের ছক কষা হয় বলে পুলিশ সূত্রে খবর। মেঘালয় পুলিশ জানিয়েছে, গোটা পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা। ধৃত পাঁচ জনকে প্রাথমিক ভাবে জেরার পর এমনটাই জানিয়েছে মেঘালয় পুলিশ।
advertisement
3/8
পুলিশ আরও জানিয়েছে, রাজাকে খুনের পর বোরখা পরে শিলং থেকে গুয়াহাটি গিয়েছিলেন সোনম। সেখান থেকে শিলিগুড়ি, পটনা হয়ে ইন্দোরে পৌঁছোন সোমন। পরদিনই চলে যান উত্তরপ্রদেশে। সেখানেই আত্মসমর্পণ করেন সোনম।
advertisement
4/8
মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের এসপি সিয়েম বিবেক বলেন, ''রাজা এবং সোনমের বিয়ের ঠিক আগে খুনের পরিকল্পনা করা হয়েছিল। ‘মাস্টারমাইন্ড’ ছিলেন রাজ কুশওয়াহা। তাঁকে সোনম সাহায্য করেছিলেন। তিন আততায়ী রাজেরই বন্ধু, এক জন তাঁর তুতো ভাই। সোনমকে কী ভাবে গায়েব করা যায়, সেই পরিকল্পনা করা হয়েছিল ফেব্রুয়ারি থেকে।''
advertisement
5/8
পুলিশ জানিয়েছে, সোনমকে রাজার থেকে সরাতে দু’টি ছক কষা হয়েছিল। প্রথম, সোনম নদীতে ঝাঁপ দিয়েছেন, এমনটা দেখানো হবে এবং পরে তাঁকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয়ত, অন্য কাউকে খুন করে তাঁর দেহ সোনমের বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু এই দু’টি পরিকল্পনা ভেস্তে যায়। তার পর রাজাকে খুনের পরিকল্পনা করেন সোনমরা। বিয়ের ১১ দিন আগে এই পরিকল্পনা করা হয়েছিল।’’
advertisement
6/8
জেরায় সোনম-সহ ধৃত পাঁচ জনই খুনের কথা এবং চক্রান্তের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে মেঘালয় পুলিশ।
advertisement
7/8
মেঘালয় পুলিশের সিট মধ্যপ্রদেশের ইনদওর এবং উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে খবর, সেই তথ্যপ্রমাণ জুড়ে বোঝার চেষ্টা করা হচ্ছে যে, মেঘালয়ে ঠিক কী ঘটেছিল। পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে সোনমের কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেই প্রতিবেদন অনুযায়ী, সোনম তদন্তকারীদের কাছে দাবি করেছেন, মেঘালয়ে বেড়ানোর সময়ে কয়েক জন তাঁর গয়না ছিনতাই করতে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন রাজা।
advertisement
8/8
সোনমের আরও দাবি, ওই ঘটনার সময়েই জ্ঞান হারিয়েছিলেন তিনি। কী ভাবে গাজ়িপুরে তিনি পৌঁছোন, তা মনে করতে পারেননি। যদিও ধীরেধীরে নিজেদের সব দোষ ধৃতরা কবুল করেছে বলেই পুলিশ সূত্রে খবর।