Meerut Murder: ধুরন্ধর সাহিল, নেশায় বুঁদ-খুনি, অন্যের বউকে নিয়ে প্রেমে মত্ত, জেলে ডেকে পাঠল নাপিতকে, কেটে ফেলল চুল, আর লুক ফেলল বদলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sahil New Look: সাহিলের আর মুসকানের আবদার আর শেষ হচ্ছে না, জেলে রোজই নতুন দাবি দুই নৃশংস খুনি
advertisement
1/7

: হোলির রঙে তখনও রঙিন দেশ৷ সব জায়গা থেকে রঙ তখনও নিজের মাদকতায় মাতিয়ে রেখেছিল৷ প্রভাবে ছিল যখন হঠাৎ মেরঠ থেকে একটি খুনের ঘটনা প্রকাশ্যে আসে, যা সবাইকে হতবাক করেছিল। এক স্ত্রী তার প্রেমিকের সঙ্গে তার মার্চেন্ট নেভি- স্বামীকে টুকরো টুকরো করে কেটে ফেলে । এরপর ওই টুকরোগুলি নীল ড্রামে ভরে তাতে সিমেন্ট ঢেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর পুলিশ নিহতের স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে। দুজনেই এখন তাঁদের অপরাধের জন্য শাস্তির অপেক্ষায় কারাগারে।
advertisement
2/7
প্রতিদিনই এই হত্যা মামলায় নতুন নতুন তথ্য আসছে। এই হত্যাকাণ্ডে মানুষ হতবাক হলেও এর অভিযুক্তদের কোনও ভয় নেই। কারাগারে থাকা মুসকান ও সাহিল আরামে দিন কাটাচ্ছেন। এমনকি জেলেই নাপিত ডেকে নিজের চুলের স্টাইল বদলে ফেলেছে সাহিল।
advertisement
3/7
আগে যেখানে সাহিল তার লম্বা চুল খোঁপার মতো করে বেঁধে রাখত, এখন সে চুল ছোট করে ফেলেছে। তথ্যমতে, সাহিল নিজেই জেলারের কাছে নাপিত ডাকার ইচ্ছা প্রকাশ করেছিল৷ Photo - Representative (Meta AI)
advertisement
4/7
আলোচনায় ছিলেন লুকএই খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই সাহিল ও মুসকানের ভিডিও মিডিয়ায় ভাইরাল হয়। মুসকান যখন একটি হলুদ তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, তখন সাহিলের হেয়ারস্টাইল আলোচনায় ছিল।
advertisement
5/7
সাধারণত সাধুদের মতো লম্বা চুল মাথার ওপর চুড়া করে বেঁধে রাখত সাহিল। কিন্তু এখন জেলে যাওয়ার পর চুল কাটা হয়েছে। তাদের এই গণহত্যা দেশকে হতবাক করেছিল। সৌরভকে যেভাবে খুন করা হয়েছে, এমনকি যারা পোস্টমর্টেম করেছেন তারাও তার লাশ দেখে অবাক হয়েছেন।
advertisement
6/7
এখন শুধু সৌরভ হত্যা মামলার বিচারের আশায় নিহতের পরিবারের সদস্যরা। এই হত্যা মামলার দ্রুত বিচার দাবি করেছে সৌরভের পরিবার। তিনি পুলিশকে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করে শুনানি পরিচালনার দাবি জানান।
advertisement
7/7
পাশাপাশি উভয় অভিযুক্তের মৃত্যুদণ্ড দাবি করা হয়। জেলে থাকা সাহিলের কথা যদি বলি, মিরাট জেলের সুপারিনটেনডেন্ট বীরেশ রাজ শর্মা বলেছেন যে সাহিল চুল কেটেছে। তাকে এখনো কোনো কাজে নিয়োগ দেওয়া হয়নি। মুসকানকেও আলাদা ব্যারাকে আটকে রাখা হয়েছে।