Meerut Murder Case: রাতে হচ্ছে না ঘুম, খাবারেও অরুচি! জেলের মধ্যে কী করে দিন কাটছে মুসকান-সাহিলের?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গত বুধবার ধৃতদের আদালতে পেশ করার পরে তাঁদের তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ইতিমধ্যেই তাঁদের চৌধুরি চরণ সিং জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে কেমন আছেন তাঁরা?
advertisement
1/8

মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে হত্যার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। (প্রতীকী ছবি)
advertisement
2/8
গত বুধবার ধৃতদের আদালতে পেশ করার পরে তাঁদের তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ইতিমধ্যেই তাঁদের চৌধুরি চরণ সিং জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে কেমন আছেন তাঁরা? (প্রতীকী ছবি)
advertisement
3/8
জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, মানসিক ভাবে দুজনেই চরম বিপর্যস্ত। তাঁরা কেউই ঠিক মতন ঘুমোতে পারছেন না। খাবারও খাচ্ছেন না কেউই।
advertisement
4/8
সংবাদমাধ্যম সূত্রের খবর,অনেকেই এই আচরণকে নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ বলে মনে করলেও জেল কর্তৃপক্ষের মত, তাঁরা দুজনেই মাদক সেবন করতেন। জেলে তা না পাওয়ার দরুন এখন দেহে পার্শ্বপ্রতিক্রিয়া বা 'ড্রাগ উইথড্রয়াল সিম্পটম' দেখা দিচ্ছে।
advertisement
5/8
সংবাদমাধ্যম সূত্রের খবর,অনেকেই এই আচরণকে নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ বলে মনে করলেও জেল কর্তৃপক্ষের মত, তাঁরা দুজনেই মাদক সেবন করতেন। জেলে তা না পাওয়ার দরুন এখন দেহে পার্শ্বপ্রতিক্রিয়া বা 'ড্রাগ উইথড্রয়াল সিম্পটম' দেখা দিচ্ছে।
advertisement
6/8
ইতিমধ্যেই, জেলের চিকিৎসক তাঁদের জন্য বেশ কিছু ওষুধ দিয়েছেন তাঁদের সমস্যা সমাধানের জন্য। তদন্ত করে জানা গিয়েছে দুজনেই দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাদক এবং মদে আসক্ত ছিলেন।
advertisement
7/8
তাঁরা জেলে আসার পর থেকে তাঁদের সঙ্গে দেখা করতেও এখনও পর্যন্ত কেউ আসেনি। ফলে এই নিঃসঙ্গতাও এমন আচরণের জন্য দায়ী হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
advertisement
8/8
গত ৪ মার্চ সৌরভ রাজপুতকে অচেতন করে প্রেমিক সাহিলের সঙ্গে মিলে হত্যা করেন তাঁর স্ত্রী মুসকান। এরপরে সৌরভের দেহ টুকরো টুকরো করে কেটে বাথরুমের ড্রামে ভরে তাঁরা হিমাচলের মানালিতে পালিয়ে যান।