Medicine Price Hike: ফের মধ্যবিত্তের মাথায় হাত, একলাফে ৫০ শতাংশ দাম বাড়ল গুরুত্বপূর্ণ এই ওষুধগুলোর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফের মধ্যবিত্তের পকেটে কোপ, মাথায় হাত! দাম বাড়ল ওষুধের! দাও আবার ৫০ শতাংশ! ভারতের ওষুধের মূল্য নিয়ন্ত্রক সংস্থা ১১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধের দাম ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে
advertisement
1/5

ফের মধ্যবিত্তের পকেটে কোপ, মাথায় হাত! দাম বাড়ল ওষুধের! দাও আবার ৫০ শতাংশ! ভারতের ওষুধের মূল্য নিয়ন্ত্রক সংস্থা ১১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধের দাম ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
2/5
যে ১১ টি ওষুধের দাম বেড়েছে, তারমধ্যে রয়েছে হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষা মনসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ
advertisement
3/5
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ-র তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ওষুধগুলো যাতে মেলে, বাজার থেকে যাতে উধাও না হয়ে যায়, তাই এই সিদ্ধান্ত।
advertisement
4/5
ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বিনিময় মূ্ল্যের বৃদ্ধি (এক্সচেঞ্জ রেট), ওষুধ তৈরির খরচ বৃদ্ধি (প্রোডাকশন কস্ট)- ও। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র কাছে নিয়মিত অনুরোধ জানাচ্ছিল দাম বাড়ানোর।
advertisement
5/5
ওষুধ তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। বেড়েছে বিনিময় মূ্ল্যের বৃদ্ধি (এক্সচেঞ্জ রেট), ওষুধ তৈরির খরচ বৃদ্ধি (প্রোডাকশন কস্ট)- ও। এই পরিস্থিতিতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি এনপিপিএ-র কাছে নিয়মিত অনুরোধ জানাচ্ছিল দাম বাড়ানোর।