Massive Delhi Fire: আগুনে জ্বলছে দিল্লির বহুতল, মৃত ২৬, মৃত্যু বাড়ার আশঙ্কা দমকলের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বহুতলের তিন তলায় এখনও উদ্ধারকার্য শুরু হয়নি। অনুমান, সেখান থেকে হয়তো আরও মৃতদেহ উদ্ধার হবে।
advertisement
1/5

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে, আরও বহুজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিম দিল্লির (Delhi) মুন্দকা (Mundka) মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে একটি বহুতলে আগুন লাগে। মুহূর্তে সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে
advertisement
2/5
দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বহুতলের তিন তলায় এখনও উদ্ধারকার্য শুরু হয়নি। অনুমান, সেখান থেকে হয়তো আরও মৃতদেহ উদ্ধার হবে।
advertisement
3/5
জ্বলন্ত ওই বহুতলের ভিতরেই এখনও অন্তত ১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু, আগুনের লেলিহান শিখায় ভিতরে ঢোকারই সুযোগ পাচ্ছেন না দমকলকর্মীরা।
advertisement
4/5
যে বহুতলে আগুন লাগে, সেটি তিনতলা। আউটার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার অফ পুলিশ সমীর শর্মা জানান, প্রথম দুই তলা থেকে এখনও পর্যন্ত দমকলবাহিনী ৬০-৭০জনকে উদ্ধার করেছেন
advertisement
5/5
ঘটনাস্থলে রয়েছে ১০০ জন দমকলকর্মী। আহত ৯ জনকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বিভাগ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার বিকেল ৪.৪০ মিনিটে তাঁদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে।