Mango: শুধু ভারতের জাতীয় ফল নয় আম, আরও একাধিক দেশ 'ফলের রাজার' মর্যাদা দিয়েছে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mango: আম ভারতের জাতীয় ফলের মর্যাদা পয়েছে। দেশ জুড়ে বিভিন্ন ধরনের আম ও স্বাদ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। আম যে শুধু ভারতের জাতীয় ফল এমনটা নয় কিন্তু। আরও একাধিক দেশেও জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে সুস্বাদু আমকে।
advertisement
1/8

আম ভারতের জাতীয় ফলের মর্যাদা পয়েছে। দেশ জুড়ে বিভিন্ন ধরনের আম ও স্বাদ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা।
advertisement
2/8
আম নামের মধ্যেই একটা মন ভাল করা বিষয় রয়েছে। স্বাদে ও গুনে আম অতুলনীয়। বাঙালিদের মধ্যে আমের জনপ্রিয়তা সবথেকে বেশি।
advertisement
3/8
ভারত জুড়েই আম হয়। প্রতিটি প্রান্তেই আমের নতুন ধরন, নতুন নাম, নতুন স্বাদ। প্রতিটি ধরনের আমের স্বাদই মুখে লেগে থাকে। ছবি।
advertisement
4/8
বাংলায় যখন হিমসাগর মন ভোলাচ্ছে, তখন উত্তরপ্রদেশে ল্যাংড়া, চৌসা মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। মহারাষ্ট্রে আবার আলফানসোর বিরাট কদর।
advertisement
5/8
সাধারণ মানুষের চাহিদা মেটাতে যেমন স্বস্প মূল্যের আম রয়েছে। ঠিক তেমনই আমের এমন কিছু ধরন রয়েছে যার দাম ধরা ছোঁয়ার বাইরে সাধারণের।
advertisement
6/8
তবে আম যে শুধু ভারতের জাতীয় ফল এমনটা নয় কিন্তু। আরও একাধিক দেশেও জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে সুস্বাদু আমকে।
advertisement
7/8
পাকিস্তানের জাতীয় ফলও কিন্তু আম। আবার যদি ফিলিপিন্সের দিকে তাকানো যায়, তাহলে সেখানেও আমই হল জাতীয় ফল।
advertisement
8/8
বাংলাদেশেও আম যথেষ্ট হয়। বাংলাদেশে আবার আমগাছ জাতীয় বৃক্ষের মর্যাদা পেয়েছে। ফলে আমের ফলন এখানে বেশি হলেও কদর কিন্তু সারা বিশ্বে।