TRENDING:

স্বর্গীয় সৌন্দর্য দেখে ধাঁধিয়ে যাবে চোখ! ধুলোর মতো ঝুড়ো বরফে ঢেকেছে চারপাশ, দেখুন অটল টানেলের সাদা-কালো ছবি

Last Updated:
মানালিতে (manali) ভারী তুষারপাত (snow)। শুধুমাত্র অটল টানেলের (Atal tunnel) সামনেই প্রায় তিন ফুট পুরু বরফ। মানালি হাইওয়ে (leh manali highway) দিয়ে পর্যটকদের গাড়ি যাওয়া আপাতত বন্ধ।
advertisement
1/9
স্বর্গীয় সৌন্দর্য দেখে ধাঁধিয়ে যাবে চোখ!দেখুন হিমাচলের অটল টানেলের সাদা-কালো ছবি
advertisement
2/9
সম্প্রতি সামনে এসেছে অটল টানেলের দক্ষিণ পোর্টাল অংশের একাধিক ছবি। ছবিতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের জন্য টানালের ঠিক মুখে সামনেই বরফের পাহাড় জমে রয়েছে। চারপাশ জুড়ে অপূর্ব নৈস্বর্গিক সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্যে ভাগ বসাতে পারবেন না সাধারণ পর্যটকেরা।
advertisement
3/9
পর্যটকদের আপাতত মানালির সোলাঙ ভ্যালি পর্যন্তই এগনোর অনুমতি দেওয়া হচ্ছে না। সোলাঙ ভ্যালি পরবর্তী রাস্তায় বর্তমানে বরফ জমে রয়েছে। রাস্তাও পিচ্ছিল। জায়গায় জায়গায় বরফের ধসও নেমেছে।
advertisement
4/9
১০ হাজার ফুট উচ্চতায় তৈরি এই অটল টানেল হিমাচল প্রদেশের সোলাঙ ও স্পিতি ভ্যালির মধ্যে সংযোগ স্থাপন করে। শুধুমাত্র অটল টানেল দেখতে বর্তমানে বহু পর্যটক এখানে এসে জড়ো হন। বরফ পড়লে তো গোটা এলাকাকেই যেন স্বর্গ মনে হয়।
advertisement
5/9
শুধুমাত্র ২০২২ সালেই এই টানেলের মধ্যে দিয়ে প্রায় ১২ লক্ষ গাড়ি যাতায়াত করেছে। তার মধ্যে ২ লক্ষই অন্য রাজ্যের।
advertisement
6/9
মানালি থেকে ৩০ কিলোমিটার দূরে লেহ-মানালি হাইওয়ের উপরে তৈরি হয়েছে ৯ কিলোমিটার দীর্ঘ এই টানেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই উদ্বোধন হয় এই অটল টানেলের। সেনার কাছেও এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
7/9
আগামী তিনদিন হিমাচল প্রদেশের আকাশ পরিষ্কার থাকবে। ১৭ জানুয়ারি ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সে রাজ্যে। তেমনটা হলে অটল টানেলের কাছেও ফের বরফপাতের সম্ভাবনা থাকছে।
advertisement
8/9
পর্যটন শহর মানালির সৌন্দর্য এখন স্বর্গের চেয়ে কম কিছু নয়। চতুর্দিকে বরফে পুরু চাদর। আর উপত্যকার উপরে ঝুঁকে রয়েছে রুপোলি রঙের পাহাড়।
advertisement
9/9
লাহৌল-স্পিতি পুলিশ জানিয়েছে, আপাতত ফোর বাই ফোর যানবাহনই মানালি হাইওয়ে ধরে দারচা পর্যন্ত যেতে পারছেন।
বাংলা খবর/ছবি/দেশ/
স্বর্গীয় সৌন্দর্য দেখে ধাঁধিয়ে যাবে চোখ! ধুলোর মতো ঝুড়ো বরফে ঢেকেছে চারপাশ, দেখুন অটল টানেলের সাদা-কালো ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল