Bullet fine: ২৯,৫০০ টাকা জরিমানা! বুলেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন যুবক, কেন বড় কেস দিল পুলিশ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে সব গাড়ি এবং মোটরসাইকেলে বিধি ভেঙে অদল বদল করা হয়েছে, সেগুলির বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা নিতে শুরু করে হরিয়ানা পুলিশ৷
advertisement
1/5

কিছু বাইকের কান ফাটানো শব্দ রীতিমতো বিরক্তির উদ্রেক করে৷ কারণ অনেকেই সাইলেন্সরে অদল বদল করে বিকট শব্দ করে বাইক চালান৷
advertisement
2/5
বাইকের সাইলেন্সরে এরকমই অদল বদল করে বড় বিপাকে পড়লেন হরিয়ানার এক যুবক৷ ওই যুবককে ২৯,৫০০ টাকা জরিমানা করে পুলিশ৷ প্রতীকী ছবি
advertisement
3/5
পুলিশের অভিযোগ, ওই যুবক নিজের বুলেট মোটরসাইকেলে ফায়ারক্র্যাকার সাইলেন্সর লাগিয়ে রেখেছিলেন৷ প্রতীকী ছবি
advertisement
4/5
যে সব গাড়ি এবং মোটরসাইকেলে বিধি ভেঙে অদল বদল করা হয়েছে, সেগুলির বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা নিতে শুরু করে হরিয়ানা পুলিশ৷ তখনই এই মোটরসাইকেলটি ধরা পড়ে৷
advertisement
5/5
পঞ্জাব এবং হরিয়ানায় কম বয়সি বহু মোটরসাইকেল চালকই নিজেদের বাইকে এই ধরনের ফায়ারক্র্যাকার সাইলেন্সর লাগিয়ে রাখেন৷৷ যা থেকে বাইক চলার সময় বিকট শব্দ হয়৷