হিরো হিরোইন নয়, মাদাম তুসোয় এবার মোমের বার্গার
Last Updated:
এই প্রথম কোনও খাবার স্থান পেয়েছে মাদাম তুসোর মিউজিয়ামে
advertisement
1/5

এবার মাদাম তুসোর জাদুঘরে স্থান পেল KFC-র জিঙ্গার বার্গার ওরফে ওরিজিনাল সেলেব্রিটি বার্গার। দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে স্থাপন করা হল KFC-র জিঙ্গার বার্গারের মোমের মূর্তি।
advertisement
2/5
এই প্রথম কোনও খাবার স্থান পেয়েছে মাদাম তুসোর মিউজিয়ামে। সঙ্গে রয়েছে KFC-এর প্রতিষ্ঠাতা কলনেল স্যান্ডার্স।
advertisement
3/5
এতোদিন শুধুমাত্র এই মিউজিয়ামে স্থান পেয়েছিল অ্যাথলিটরা, বিনোদনের তারকারা আর বিভিন্ন খেত্রের বিশিষ্টজনেরা। এই প্রথম কোনও খাবার যায়গা পেয়েছে এই মিউজিয়ামে।
advertisement
4/5
সেলিব্রিটিদের মতো এই বার্গারের ও রয়েছে বিশাল ফ্যান ফলোইং, খবরেও যায়গা পেয়েছে এই ওরিজিনাল বার্গার।
advertisement
5/5
বার্গার প্রেমীরা তাঁদের পছন্দের KFC-র জিঙ্গার বার্গারের সঙ্গে ফটো তুলতে পারবেন ২২ আগস্ট থেকে।