TRENDING:

লাঞ্চেও এলাহি খাবারের আয়োজন ! ট্রাম্প-মেলানিয়ার মেনুতে কী কী ছিল ? দেখে নিন

Last Updated:
ভেজ এবং নন-ভেজ ৷ ট্রাম্প-মেলানিয়ার জন্য মধ্যাহ্নভোজনের মেনুতে খাবারের কোনও অভাব নেই ৷
advertisement
1/6
লাঞ্চেও এলাহি খাবারের আয়োজন ! ট্রাম্প-মেলানিয়ার মেনুতে কী কী ছিল ? দেখে নিন
গতকাল, সোমবারই ভারত পা রেখেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ৷ আজ, মঙ্গলবার হল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি । আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক কপ্টার ও চপার কিনছে নয়াদিল্লি। তিনশো কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি। আমেরিকার কাছ থেকে মাল্টিরোল কপ্টার কিনছে ভারত।
advertisement
2/6
কিন্তু এ সব তো গেল দু’দেশের চুক্তি, কূটনৈতিক সম্পর্কের কথা ৷ ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে তৎপরতা যেমন তুঙ্গে, তেমনিই মানুষের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে আগ্রহও তুঙ্গে ৷ আর সকলের সবচেয়ে বেশি যে জিনিসে আগ্রহ থাকে, তা হল ঠিক কী কী খাবেন ট্রাম্প এবং তাঁর পরিবার ৷ প্রধানমন্ত্রীর দেওয়া আজকের লাঞ্চে কী মেনু ছিল, দেখে নিন সেই তালিকা ৷
advertisement
3/6
ভেজ এবং নন-ভেজ ৷ ট্রাম্প-মেলানিয়ার জন্য মধ্যাহ্নভোজনের মেনুতে খাবারের কোনও অভাব নেই ৷ আনারস সনসভ ( আনারস কারি এবং মাস্টার্ড সিড)
advertisement
4/6
রারা নুক্তি ও জিরা বান, গুলাবি মছলি (স্যালমন মাছ), তুলসী চাটনি, অঙ্কুরিত সবজি কা আর্ক (একধরণের স্যুপ), তার মুর্গ, প্যাম্পোর ফ্লাওয়ার গ্রেভি ৷ পাশাপাশি থাকছে আজওয়ানি মিসি রুটি, মান্ডুয়া রুটি, টুনি রুটি, কালোনজি নান, ফুলকা ৷
advertisement
5/6
নিরামিষ খাবারের তালিকাও বিশাল ৷ পাচফোঁড়ন কাঠাল , জিরা বান, হাক চানা কাবাব, অঙ্কুরিত সবজি কা আর্ক ৷
advertisement
6/6
আর সব শেষে দুর্দান্ত কিছু ডেসার্ট না হলে কি চলে ৷ চুয়ারা হলওয়া (পুডিং), কুবানি মিলি ফুয়িলে, পাফ পেস্ট্রি, ভার্কুই অঞ্জির আইস ক্রিম, মিষ্টি ৷ সঙ্গে থাকছে চা, কফি ও কাবাও ৷
বাংলা খবর/ছবি/দেশ/
লাঞ্চেও এলাহি খাবারের আয়োজন ! ট্রাম্প-মেলানিয়ার মেনুতে কী কী ছিল ? দেখে নিন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল