Lunar Eclipse 2021: শতাব্দীর সব থেকে বড় চন্দ্রগ্রহণ ! জেনে নিন ভারতে কখন দেখা যাবে ! অনলাইনেও দেখতে পারেন ! রইল লিঙ্ক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Lunar Eclipse 2021:কার্তিক পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেদিন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী।
advertisement
1/6

এ বছর শতাব্দীর সব থেকে বেশি সময়ের চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। নাসা জানিয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও আগামী ১৯ নভেম্বর প্রায় সাড়ে তিন ঘণ্টার চন্দ্রগ্রহণের সাক্ষী হবে গোটা বিশ্ব। photo source collected
advertisement
2/6
কার্তিক পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। সেদিন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী। গ্রহণ চলার সময় চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়বে। photo source collected
advertisement
3/6
এই চন্দ্রগ্রহণ ভারতেও কিছু অংশ দেখা যাবে। ভারতের অরুণাচল প্রদেশ, অসম এবং পূর্ব ভারতের কিছু অংশে দেখা যাবে এই গ্রহণ। photo source collected
advertisement
4/6
ভারতীয় সময় অনুযায়ী ১৯ নভেম্বর ২০২১ সকাল ১১ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ।photo source collected
advertisement
5/6
ভারতে আংশিক দেখা যাবে এই গ্রহণ। মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়ায় দেখা যাবে। photo source collected
advertisement
6/6
তবে নাসার লাইভ চন্দ্রগ্রহণ দেখতে অনলাইনে চোখ রাখতে পারেন। তার জন্য আপনাকে ক্লিক করতে হবে https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/ লিঙ্কে। photo source collected