TRENDING:

Nag-Nagin Bizarre News: খোলা মাঠে ঘণ্টার পর ঘণ্টা এ কী করছে মত্ত নাগ-নাগিন! দেখতে ছুটে এল গোটা গ্রাম...! জেট গতিতে নেটদুনিয়ায় ভাইরাল ছবি

Last Updated:
Nag-Nagin Bizarre News: বর্ষা ঋতু সাপ প্রজননের সময়। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে তাদের এমন আচরণ হওয়াটাই স্বাভাবিক। তবে এই দৃশ্য সচরাচর দেখা যায় না। কারাউলির সায়াপুর গ্রামে সাপের এই প্রেম খেলা মানুষকে শুধু রোমাঞ্চিত করেনি, প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তার পরিচয়ও করিয়েছে।
advertisement
1/5
খোলা মাঠে ঘণ্টার পর ঘণ্টা এ কী করছে মত্ত নাগ-নাগিন! দেখতে ছুটে এল গোটা গ্রাম...! ভাইরাল
*কারাউলি জেলার সাইপুর গ্রামে এক বিরল ও আশ্চর্যজনক দৃশ্যের সাক্ষী থাকল। গ্রামের একটি কমন রোডের ধারে মাঠের ধারে সাপ জোড়াকে প্রেমে মত্ত হতে দেখা যায়। এ ধরনের ঘটনা শুধু সিনেমা বা লোককাহিনীতেই দেখা ও শোনা যায়।
advertisement
2/5
*কিন্তু এখানে গ্রামবাসীরা এই দৃশ্য নিজের চোখে দেখেছেন এবং ক্যামেরাতেও বন্দি করেছেন। খোলা মাঠে দেখা গিয়েছে জোড়া সাপ গর্ত থেকে বেরিয়ে এসে একে অপরের চারপাশে থাকছে, উপরে উঠছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*দেখে মনে হচ্ছে, তারা প্রেমে মত্ত। এ দৃশ্য দেখে গ্রামের লোকজন অবাক হয়ে বিপুল সংখ্যায় ঘটনাস্থলে জড়ো হন। অনেকেই তাদের মোবাইল ক্যামেরায় এই দৃশ্য রেকর্ড করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রতীকী ছবি।
advertisement
4/5
*রোমাঞ্চকর দৃশ্যটি প্রায় এক ঘণ্টা ধরে চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাপগুলো ঝোপের মধ্যে লুকিয়ে প্রায় এক ঘণ্টা মাঠে ঘুরে বেড়ায়। কখনও একে অপরের গায়ে হাঁটতেন, কখনও চুপচাপ মাটিতে শুয়ে থাকতেন। প্রবীণরা বিশ্বাস করেন, এই দৃশ্যটি একটি শুভ লক্ষণের দিকে ইঙ্গিত করে। তাঁর মতে, খোলা জায়গায় সাপ যখন প্রেম দেখায়, তখন তা ভাল বর্ষার ইঙ্গিত বলে মনে করা হয়। প্রতীকী ছবি।
advertisement
5/5
*তাৎপর্যপূর্ণভাবে, বর্ষা ঋতু সাপ প্রজননের সময়। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে তাদের এমন আচরণ হওয়াটাই স্বাভাবিক। তবে এই দৃশ্য সচরাচর দেখা যায় না। কারাউলির সায়াপুর গ্রামে সাপের এই প্রেম খেলা মানুষকে শুধু রোমাঞ্চিত করেনি, প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তার পরিচয়ও করিয়েছে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Nag-Nagin Bizarre News: খোলা মাঠে ঘণ্টার পর ঘণ্টা এ কী করছে মত্ত নাগ-নাগিন! দেখতে ছুটে এল গোটা গ্রাম...! জেট গতিতে নেটদুনিয়ায় ভাইরাল ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল