TRENDING:

Jharkhand Election 2019: বিজেপিকে শীতঘুমে পাঠিয়ে ঝাড়খণ্ডে এবার হেমন্ত, ‘গুরুজি’ শিবু সোরেনের পথেই JMM সুপ্রিমোর উত্থান

Last Updated:
হেমন্ত সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার অধ্যক্ষ
advertisement
1/6
বিজেপিকে শীতঘুমে পাঠিয়ে ঝাড়খণ্ডে এবার হেমন্ত,JMM সুপ্রিমোর উত্থান
বিজেপিকে শীতঘুমে পাঠিয়ে ঝাড়খণ্ডে এবার হেমন্ত। নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জয়ের পরে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রতিবেশী রাজ্য বাংলা নিয়েও আলাদা করে ভাবী মুখ্যমন্ত্রী বলেন, শুধু বাংলা নয়, সবার উন্নতির চেষ্টা করব ৷ হেমন্ত সোরেনকে জয়ের পরে ট্যুইট করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাহুল গান্ধি সহ অনেকে ৷
advertisement
2/6
<br /> তুলনামূলকভাবে রাজনীতিতে নবীন হেমন্ত সোরেন। তাঁকে কখনই বাবা 'গুরুজি' শিবু সোরেন কিংবা দাদা মৃত দুর্গা সোরেনের সঙ্গে তুলনা করা চলে না। কিন্তু ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবির অন্যতম কারণ তিনিই
advertisement
3/6
হেমন্ত সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার অধ্যক্ষ ৷ বাবা শিবু সোরেন পদাঙ্ক অনুসরণ করেই তিনিও মুখ্যমন্ত্রী পদে ছিলেন ৷ ২০১৩ সালে হেমন্ত সোরেন আরজেডি, কংগ্রেস ও নির্দল নিয়ে সরকার গড়েছিলেন ৷ ২০১৪ অবধি পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবে পদে আসীন ছিলেন তিনি ৷ ১৯৭৫ সালে জন্মেছেন হেমন্ত সোরেন ৷ রাজনীতির পোড় খাওয়া আঙিনায় নিজের বুদ্ধিতে স্বচ্ছন্দ বিচরণ করেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন ৷
advertisement
4/6
মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি উপমুখ্যমন্ত্রীও ছিলেন তিনি ৷ রাজ্য মদ বন্ধের ক্ষেত্রে জোরালো দাবিদার তিনি ৷ অর্জুন মুন্ডা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ছিলেন উপমুখ্যমন্ত্রী ৷ বাবা শিবু সোরেন যেভাবে লোকজনের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখেন ঠিক তেমনিই হেমন্ত সোরেনও সেভাবেই কাজ করেন ৷ আদিবাসীরা মদের নেশায় জীবন কাটিয়ে সমস্ত কিছু নষ্ট করে ফেলে, এই বিষয়টিকে পরিবর্তিত করে রাজ্যের অর্থনীতিতে এদের সক্রিয়ভাবে কাজে লাগাতে চান হেমন্ত সোরেন ৷
advertisement
5/6
হেমন্ত সোরেনদের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত এবার সুফল হিসেবে দেখা দিয়েছে কংগ্রেসের কাছেও ৷ কংগ্রেস ভোটের সময়েই জানিয়ে দিয়েছিল যে হেমন্তকে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হিসেবে মানতে তাদের শিবিরের পক্ষ থেকে কোনও অসুবিধা নেই ৷ ঝাড়খন্ডের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হওয়া হেমন্ত সোরেনকে সমর্থন করার সিদ্ধান্তই কংগ্রেসের জন্য আশীর্বাদ হল৷ অক্টোবর মাসেই ঝাড়খন্ডে সিট ভাগাভাগি করে নিয়েছিল কংগ্রেস ৷ ভোটে তারা জেএমএমকেই তারা বড় ভাই হিসেবে মেনে নিয়েছিল ৷ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ ধীরজ সাহু এ কথা বহুবার জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী এই তত্ত্বেই ঝাড়খন্ডে নির্বাচন প্রক্রিয়া চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছিলেন ৷
advertisement
6/6
ছেলে জয়ের পথে এগোচ্ছেন ৷ স্বভাবতই খুশি বাবা শিবু সোরেনও ৷ নিউজ18 বাংলাকে জেএমএম সুপ্রিমো শিবু সোরেন জানান, হেমন্তই মুখ্যমন্ত্রী, জানালেন শিবু সোরেন ৷ ফলাফল আগেই জানতাম ৷ জমি অধিগ্রহণ আইন দরকার ছিল না ৷ বিজেপি যা করেছে, তারই ফল পাচ্ছে ৷ জোট সরকার মানুষের জন্য কাজ করবে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Jharkhand Election 2019: বিজেপিকে শীতঘুমে পাঠিয়ে ঝাড়খণ্ডে এবার হেমন্ত, ‘গুরুজি’ শিবু সোরেনের পথেই JMM সুপ্রিমোর উত্থান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল