Lok Sabha Elections 2019: সকাল সকাল ভোট দিলেন গৌতম গম্ভীর, বিজেন্দ্র, শীলা দীক্ষিত এবং সাধ্বী প্রজ্ঞা
Last Updated:
advertisement
1/4

আজ ষষ্ঠ দফার ভোট। সকাল সকালই নিজের নাগরিক দায়িত্ব পালনে সস্ত্রীক পোলিং বুথে পৌঁছলেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর ৷ ভোট দেওয়ার পর জনসাধারণের কাছে ভোটদানের অনুরোধ রাখেন ক্রিকেটার গৌতম গম্ভীর ৷
advertisement
2/4
এদিনই নিধার্রিত হতে চলেছে তাঁর ভাগ্য ৷ সকাল সকাল সাধারণের সঙ্গে ভোটের লাইনে বক্সিং চ্যাম্পিয়ন এবং দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী বিজেন্দ্র সিং ৷ ভোটদানের পর সংবাদমাধ্যমে সবাইকে ভোটদানের কথা বলেন বিজেন্দ্র ৷
advertisement
3/4
উত্তর দিল্লি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিত ভোট দিলেন নিজামউদ্দিনের (পূর্ব) একটি বুথে।
advertisement
4/4
ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুরও এদিন ভোট দিলেন ৷ ভোট গ্রহণ চলছে ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হবে দিল্লির ৭টি কেন্দ্রে। এছাড়াও ভোট উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও।