TRENDING:

বিয়েতে যত খুশি লোক খাওয়ানো বন্ধ! ১০০ অতিথি, ১০টি পদ! বিল প্রস্তাব লোকসভায়

Last Updated:
Marriage: বিয়েতে ১০০-র বেশি অতিথি নয়। খাওয়ানো যাবে ১০টি পদ! বিল পাস হলেই আসবে আইন।
advertisement
1/7
বিয়েতে যত খুশি লোক খাওয়ানো বন্ধ! ১০০ অতিথি, ১০টি পদ! বিল প্রস্তাব লোকসভায়
বিয়ে বাড়ি মানেই ঢালাও খাবার, অনেক অতিথি। এটাই যেন রীতি এদেশে! তবে এবার সেই রীতি বদলের জন্য নতুন বিলের প্রস্তাব হল লোকসভায়।
advertisement
2/7
বিয়েতে দেদার আয়োজনের বিরোধিতা করে লোকসভায় একটি নতুন বিল নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে। সেই বিল নিয়ে এখন গোটা দেশে আলোচনা চলছে।
advertisement
3/7
পঞ্জাবের কংগ্রেস সাংসদ যশবীর সিং এই বিল লোকসভায় পেশ করেন। তাও বছর তিনেক আগে। বিয়ে বাড়ির খরচ সবার জন্য একটি নির্ধারিত সীমায় বেঁধে দিতে প্রস্তাব করা হয় সেই বিলে।
advertisement
4/7
ওই বিলে বলা হয়েছে, এমন আইন পাস করানো হোক যাতে বিয়ে বাড়িতে ১০০-র বেশি অতিথিকে নেমন্তন্ন না করা যায়! এমনকী, বিয়ে উপপলজ্ঞে ১০টির বেশি পদ খাওয়ানো যাবে না অতিথিদের।
advertisement
5/7
এই বিলের আসল উদ্দেশ্য, বিয়েতে বাজে খরচ কমানো। অর্থ থাকলেই অনেকে তার প্রদর্শন করেন বিয়েতে। সেটা রুখে দেওয়ার জন্যই এই বিল বলে দাবি করেন পঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ।
advertisement
6/7
অনেক সময় মেয়ের বিয়ে দিতে গিয়ে পরিবারকে জমি-বাড়ি বন্দক রাখতে হয় বা বিক্রি করতে হয়। আবার অনেক মানুষকে ঋণ নিতে হয়। বিয়েতে বাজে খরচ কমাতে এই বিল কাজে দেবে বলে মত সাংসদের।
advertisement
7/7
বিয়েতে খরচ কমানো গেলে অনেক মানুষের কাঁধের বোঝা লাঘব করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে সেই বিলে। তবে এত বড় দেশে এমন আইন পাস করিয়ে রীতি বদল কি সম্ভব! সময়ই উত্তর দেবে।
বাংলা খবর/ছবি/দেশ/
বিয়েতে যত খুশি লোক খাওয়ানো বন্ধ! ১০০ অতিথি, ১০টি পদ! বিল প্রস্তাব লোকসভায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল