'কৃষিঋণ মুকুব করলে কৃষকরা অলস হয়ে যান', দাবি হরিয়ানার মুখ্যমন্ত্রীর
Last Updated:
advertisement
1/5

কৃষিঋণ মুকুব সংক্রান্ত কোনও প্রতিশ্রুতি না দিলেও তা বিজেপির ফলাফলের উপর কোনও প্রভাব ফেলবে না, মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি মনে করেন কৃষিঋণ বা এই ধরনের প্রকল্পে কর্মঠ কৃষকদের অলস করে দেয়, কৃষকরা নিরুদ্যম হয়ে পড়েন ।
advertisement
2/5
খট্টর, হরিয়ানার প্রথম বিজেপি নেতা যিনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন । কংগ্রেসের ন্যায় প্রকল্প বাস্তবায়িত করতে হলে অন্যান্য প্রকল্পগুলিকে বন্ধ করে দিতে হবে কারণ এই প্রকল্পে নিয়োজিত অর্থের পরিমাণ অনেকটাই বেশি,মন্তব্য করেছেন খট্টর।
advertisement
3/5
কৃষকরা অনেক বেশি বুদ্ধিমান ও কৃষিঋণ মুকুব তাঁদের লভ্যাংশ বৃদ্ধি করার দিকে নজর দেওয়া উচিৎ, মত খট্টরের।
advertisement
4/5
সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে খট্টর জানিয়েছেন বিজেপি কৃষিঋণ মুকুব করার কোনও প্রকল্প না থাকায় কৃষক সম্প্রদায়ের মধ্যে কোনও অসন্তোষ নেই ।
advertisement
5/5
হরিয়ানার কৃষক সম্প্রদায় তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতি আশা করেন কিন্তু বিনামূল্যে কিছু দেওয়া হলে মানুষের মধ্যে আলস্য দেখা যায় । কৃষকরা একাধিক জায়গা থেকে ঋণ নিয়ে নিজেদের টাকাপয়সা সামলাতে পারেন না । কৃষিঋণ মুকুব নির্দিষ্ট রাজ্যে সুবিধাজনক হলেও হরিয়ানায় তা ফলপ্রসূ নয়, মন্তব্য করেছেন মনোহর লাল খট্টর ।