TRENDING:

Couple Life: জীবনের ওই গুরুত্বপূর্ণ বছরগুলি যাঁকে ভালবাসা-কর্তব্যে উজাড় করে দিলেন, তিনি মারা গেলে আপনাকে বাড়ি থেকে পথে বসিয়ে দেবে না তো

Last Updated:
Live In Partner Property Law: সম্পর্কে আছেন, সময় থাকতে পার্টনারের থেকে সবটা বুঝে নিন, নইলে কিন্তু পথে বসতে হবে...
advertisement
1/9
যাঁকে ভালবাসা-কর্তব্যে উজাড় করে দিলেন,তিনি মারা গেলে আপনাকে বাড়ি থেকে পথে বসিয়ে দেবে না
এখনও ভারতীয় আইন অনুসারে লিভ ইন রিলেশনে থাকা কাপল-রা কোনও অবৈধ কাজ করছেন না৷ কিন্তু ভারতীয় আইন সম্পর্কে থাকার ক্ষেত্রে এই মান্যতা দিলেও সম্পত্তির সরাসরি উত্তরাধিকার দেয় না৷ ফলে যে সব দম্পতি বিবাহিত নন (Unmarried Couple) বা সিভিল পার্টনারশিপে (Civil partnership) নেই, তাঁরা যেন নিজেদের ভবিষ্যতটা বুঝে নেন৷  কাপলদের মধ্যে মধ্যে একজনের উইল (Will) ছাড়া মৃত্যু হলে অন্যজন সরাসরি উত্তরাধিকার সূত্রে কিছুই পাবেন না। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/9
সাধারণ মানুষ মনে করে যে তাঁরা ২০ বা ৩০ বছর ধরে একসঙ্গে বসবাস করার কারণে তাদের সঙ্গীর সম্পত্তিতে স্বয়ংক্রিয় অধিকার রয়েছে। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী সঙ্গীরা (common law partners) উত্তরাধিকার আইনে স্বীকৃত নন। সঙ্গী জানেও না যে, সম্পত্তিটি আত্মীয়দের কাছে চলে যাবে। Photo- Representative
advertisement
3/9
কোন পদ্ধতিতে সম্পত্তিতে উত্তরাধিকার পেতে পারেন লিভ ইন পার্টনারকানপুরের সম্পত্তি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট পলক আগরওয়াল ব্যাখ্যা করেছেন যে, সেক্ষেত্রে জীবিত সঙ্গীকে হয় পরিবারের উপর নির্ভর করতে হবে সম্পত্তিটি তার নামে হস্তান্তর করার জন্য, অথবা সম্পত্তির  আইনি দাবি জানাতে হবে, এই দুটোর কোনও নিশ্চয়তা নেই। তাই শেষ বয়সে একাকীত্বের পাশাপাশি বাড়ি থেকে উৎখাত হওয়া বা সম্পত্তির থেকে সব অধিকার হারানোর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে৷ অথচ এই অসুবিধা একটি উইল থাকলেই এড়ানো যেত।' Photo- Representative
advertisement
4/9
যৌথ মালিকানাধীন সম্পত্তি: যদি সম্পত্তিটি উভয় অংশীদার হিসেবে কিনে থাকেন তাহলে তা উভয়ের নামে তালিকাভুক্ত থাকে, তাহলে জীবিত অংশীদারের একটি আইনি অংশ থাকবে৷  Photo- Representative
advertisement
5/9
উইল বা উপহার: উত্তরাধিকার কেবল তখনই সম্ভব যখন মৃত পার্টনার একটি বৈধ উইলে লিভ-ইন পার্টনারের নাম স্পষ্টভাবে উল্লেখ করেন অথবা জীবদ্দশায় উপহার বা গিফট হিসেবে তাঁকে  সম্পত্তি হস্তান্তর করেন। Photo- Representative
advertisement
6/9
আর্থিক বা অ-আর্থিক অবদান: একজন অংশীদার যদি সম্পত্তি অধিগ্রহণে (আর্থিক বা অন্যথায়) যথেষ্ট অবদান প্রমাণ করতে পারেন তবে তারা একটি শেয়ার দাবি করতে পারেন।
advertisement
7/9
উইল সম্পর্কিত কয়েকটি ভুল ধারণা  যার মধ্যে একটি হল বিয়ের সঙ্গে একটি উইল বাতিল হয়ে যায়। তিনি বলেন: 'এটা প্রায়শই ঘটে যেখানে মানুষ বিয়ে করে এবং বুঝতে পারে না যে তাদের আর কোনও উইল নেই।' এর মানে হল, আপনি যদি তা না করেন বা বিয়ের পর নতুন উইল না করেন, তবে আপনার মৃত্যুর পর আইন সিদ্ধান্ত নেবে কে উত্তরাধিকারী হবে।
advertisement
8/9
নিজের উইলকে আইনত বৈধ করতে হলে আপনাকে অবশ্যই:১. ১৮ বা তার বেশি বয়সী হতে হবে২. স্বেচ্ছায় করতে হবে৩. সুস্থ মস্তিষ্কের থাকতে হবে
advertisement
9/9
৪. লিখিতভাবে উইল রাখতে হবে৫. ১৮ বছরের বেশি বয়সী দুই সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর করতে হবে এবং ওই সাক্ষীদের আপনার উপস্থিতিতে উইলে স্বাক্ষর করতে হবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Couple Life: জীবনের ওই গুরুত্বপূর্ণ বছরগুলি যাঁকে ভালবাসা-কর্তব্যে উজাড় করে দিলেন, তিনি মারা গেলে আপনাকে বাড়ি থেকে পথে বসিয়ে দেবে না তো
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল