Union Budget 2024: বাজেটের পর মদের দাম কি বাড়ল? সুরাপ্রেমিদের মুখে ফুটল হাসি! না বাড়ল চিন্তা, রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
liquor price hiked or not changed after union budget 2024: প্রতিবার বাজেটের পর একাধিক বিষয়ের মতই সুরাপ্রেমিরা বাজেটের দিকে তাকিয়ে থাকেন। বাজেটে মদের দাম বাড়ল না কমল সেই দিকে নজর থাকে সকল সুরাপ্রেমিদের।
advertisement
1/5

মঙ্গলবার ২৩ জুলাই ছিল বিজেপির নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সংসেদ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
advertisement
2/5
বাজেট ঘোষণা হলেই সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা সবার আগে জাগে, তা হল কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল? তারমধ্যে থাকে সিগারেট ও মদের দামও।
advertisement
3/5
প্রতিবার বাজেটের পর একাধিক বিষয়ের মতই সুরাপ্রেমিরা বাজেটের দিকে তাকিয়ে থাকেন। বাজেটে মদের দাম বাড়ল না কমল সেই দিকে নজর থাকে সকল সুরাপ্রেমিদের।
advertisement
4/5
এবার বাজেটে সুরাপ্রেমিদের জন্য রয়েছে ভালখবর। আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করেনি সরকার। ফলে মদের দামও বাড়ছে না বলেই জানা গিয়েছে।
advertisement
5/5
প্রসঙ্গত, শুধু মদের দামই নয়, এবার সিগারেট সহ তামাকজাত দ্রব্যের দামও বাড়ানো হয়নি বাজেটে। তামাক পণ্যের জিএসটি বাড়লে দাম বাড়ে। এবার বাজেটে সরকারের তরফে তা করা হয়নি।