Left Bandh Bengal: রেল অবরোধ, বাস ভাঙচুর, পুড়ল টায়ার! বামেদের বনধে অশান্তির আঁচ রাজ্যজুড়ে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Left Bandh Bengal: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ ইউ এর ডাকা দু'দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে।
advertisement
1/7

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ ইউ এর ডাকা দু'দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতার বিভিন্ন রাস্তায় বাম কর্মীসমর্থকদের প্রতিবাদ কর্মসূচিতে বন্ধ হয় যান চলাচল।
advertisement
2/7
বিটি রোড চিড়িয়ামোড় থেকে মিছিল করে বনধ সমর্থনকারীরা। প্রেসিডেন্সির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বাম সমর্থকদের। হাওড়া সানপুরে রাস্তা অবরোধ, পুলিশের সাথে ধস্তাধস্তি বাম কর্মীদের। গ্রেফতার করা হয় অবরোধকারীদের।
advertisement
3/7
যদিও গঙ্গায় ফেরি সার্ভিস মোটের ওপর ছিল স্বাভাবিক। হাওড়া থেকে ফেয়ারলি, বাবুঘাট লঞ্চ স্বাভাবিক ছিল বাধাঘটে থেকে লঞ্চ চলাচল শুরু হলেও বাম কর্মীরা মিছিল করে গিয়ে বন্ধ করে দেয় পরিষেবা।
advertisement
4/7
যদিও গঙ্গায় ফেরি সার্ভিস মোটের ওপর ছিল স্বাভাবিক। হাওড়া থেকে ফেয়ারলি, বাবুঘাট লঞ্চ স্বাভাবিক ছিল বাধাঘটে থেকে লঞ্চ চলাচল শুরু হলেও বাম কর্মীরা মিছিল করে গিয়ে বন্ধ করে দেয় পরিষেবা।
advertisement
5/7
অন্যদিকে রেল অবরোধে (Left Bandh Bengal)শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পরে। বিটি রোড চিড়িয়ামোড় অবরোধ বনধ সমর্থকদের। Photo Courtesy : ANI
advertisement
6/7
হাওড়ার ডোমজুড়, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া স্টেশনে। রেল লাইনে অবরোধ করেন বন্ধ সমর্থকরা। ফলে অফিস টাইমে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। প্রবল ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন।
advertisement
7/7
জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায় সোমবার সকাল থেকেই। কোচবিহারে সরকারি বাস লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। বিভিন্ন জেলায় বলপূর্বক দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠছে বামেদের বিরুদ্ধে। সব মিলিয়ে বামেদের বিক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া বাংলায়। Photo Courtesy : ANI