TRENDING:

CRPF Love story: একমাস পরে দেখা মিলল স্ত্রীর, সঙ্গে প্রেমিক! আধা সেনা স্বামী তবু অসহায়, কেন? জানলে চমকে যাবেন

Last Updated:
Lady Constable and CRPF Husband Chaos: মহিলার স্বামী সিআরপিএফ জওয়ান। স্টেশনে স্ত্রীর সঙ্গে অপরিচিত পুরুষকে দেখে খেপে যান তিনি। প্ল্যাটফর্মে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েন মহিলার স্বামী।
advertisement
1/7
একমাস পরে দেখা মিলল স্ত্রীর, সঙ্গে প্রেমিক! আধা সেনা স্বামী তবু অসহায়, কেন?
স্টেশনের মধ্যে টানটান নাটক! এমনও হয়! ট্রেন ধরতে এসেছিলেন এক মহিলা কন্সটেবল। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক। দু'জনে মিলেই সুখের সফর শুরু করছিলেন তাঁরা। সেই সময় হঠাৎ এসে পড়েন মহিলার স্বামী। এর পরেই ধুন্ধুমার!
advertisement
2/7
মহিলার স্বামী সিআরপিএফ জওয়ান। স্টেশনে স্ত্রীর সঙ্গে অপরিচিত পুরুষকে দেখে খেপে যান তিনি। প্ল্যাটফর্মে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েন মহিলার স্বামী।
advertisement
3/7
পাটনা-সিংগ্রাউলি এক্সপ্রেস ধরতে এসেছিলেন সেই মহিলা কন্সটেবল। পাটনা জংশনে ৯ নম্বর প্ল্যাটফর্মে তখনই তাঁকে দেখেন তাঁর স্বামী। স্বামীর দাবি, দীর্ঘ এক মাস ধরে স্ত্রীকে খুঁজছিলেন তিনি। কিন্তু দেখা হয়নি তাঁদের এর মধ্যে।
advertisement
4/7
স্বামীকে দেখতে পাওয়া মাত্রই সরে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই কন্সটেবলও। যদিও ধরে ফেলেন তাঁর স্বামী। এর পরই বচসা শুরু হয়। সিআরপিএফ স্বামীকে একটিই কথা বার বার জিজ্ঞাসা করতে দেখা যায় তাঁর স্ত্রীকে, "তুমি এত দিন কার সঙ্গে ছিলে?"
advertisement
5/7
এর কোনও জবাব দেন না কন্সটেবল মহিলা। কিছুতেই প্রেমিকের নাম, পরিচয় না দেওয়ায় আরও খেপে যান সেই সিআরপিএফ। সেই ব্যক্তির উপর চড়াও হতে তিনি আরও ভয় পেয়ে পালাতে যান। তাঁকে ধাওয়া করেন মহিলার স্বামী।
advertisement
6/7
ইতিমধ্যে লোক জড়ো হয়ে গিয়েছে স্টেশনে। সকলেই আলোচনা করছিলেন, ১১২তে ফোন করে পুলিশ ডাকবেন। কিন্তু পুলিশে পুলিশে যখন বচসা, তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় কী!
advertisement
7/7
এর পরই মজার কাণ্ড হয়। কন্সটেবল হঠাৎ ট্রেনে উঠে পড়েন। ট্রেন ছেড়ে দেবে তখন। এই অবস্থায় তাঁর স্বামীও সেই ট্রেনে উঠে পড়েন। ট্রেনটি স্টেশন ছেরে বেরিয়ে যায়। সবাই ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে থাকেন স্টেশনে। আর সেই প্রেমিক? তিনি ততক্ষণে চম্পট দিয়েছেন।
বাংলা খবর/ছবি/দেশ/
CRPF Love story: একমাস পরে দেখা মিলল স্ত্রীর, সঙ্গে প্রেমিক! আধা সেনা স্বামী তবু অসহায়, কেন? জানলে চমকে যাবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল