TRENDING:

La nina latest weather update: লা নিনার কেমন প্রভাব দেশে? সব জল্পনা মিথ্যে করে 'চরম হুঁশিয়ারি' আবহাওয়া দফতরের

Last Updated:
La Nina Latest Weather Update: শীত কাছে আসতেই আলোচনায় লা নিনা। কেমন প্রভাব পড়বে লা নিনার সেই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। এর মধ্যেই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বড় পূর্বাভাস দিল মৌসম ভবন।
advertisement
1/5
লা নিনার কেমন প্রভাব দেশে? সব জল্পনা মিথ্যে করে 'চরম হুঁশিয়ারি' আবহাওয়া দফতরের
শীত কাছে আসতেই আলোচনায় লা নিনা। কেমন প্রভাব পড়বে লা নিনার সেই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। এর মধ্যেই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বড় পূর্বাভাস দিল মৌসম ভবন। প্রতীকী ছবি ৷
advertisement
2/5
আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে এখনও লা নিনা সক্রিয় হয়নি। তাই এর পরে যদি লা নিনা সক্রিয় হয়েও ওঠে তাহলেও লা নিনা বেশ দুর্বল হবে। প্রতীকী ছবি।আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে এখনও লা নিনা সক্রিয় হয়নি। তাই এর পরে যদি লা নিনা সক্রিয় হয়েও ওঠে তাহলেও লা নিনা বেশ দুর্বল হবে। প্রতীকী ছবি।
advertisement
3/5
এর ফলে খুব ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, শীতে তেমন বরফও পড়বে না বলে মত আবহবিদদের। ভারতের আবহাওয়া অনেকটা প্রশান্ত মহাসাগরের পরিস্থিতির উপরেও নির্ভর করে। ‍প্রতীকী ছবি।
advertisement
4/5
প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি পেলে এল নিনোর সৃষ্টি হয়। আবার প্রশান্ত মহাসাগরের জল ঠান্ডা হলে লা নিনা হয়। সাধারণত এপ্রিল থেকে লা নিনা তৈরি হয় এবং নভেম্বরে তা সর্বোচ্চ মাত্রায় থাকে। কিন্তু নভেম্বরের অর্ধেক পেরোনোর পরেও লা নিনা তৈরি হয়নি। প্রতীকী ছবি।
advertisement
5/5
আবহবিদদের মতে আজ এবং কাল, অর্থাৎ শুক্র এবং শনিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। সে মতো আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমবে। প্রথম দিকে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তে শীত পড়বে। পরে ধীরে ধীরে দেশের বাকি এলাকায় শীত পড়বে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
La nina latest weather update: লা নিনার কেমন প্রভাব দেশে? সব জল্পনা মিথ্যে করে 'চরম হুঁশিয়ারি' আবহাওয়া দফতরের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল