Who is Kulwinder Kaur: কঙ্গনাকে ঠাসিয়ে চড়! কে এই কুলবিন্দর কৌর? জানেন...সাসপেনশনের পরে শুক্রবার গ্রেফতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই প্রতিবেদনে আমরা কুলবিন্দর কৌর সম্পর্কেই কয়েকটি কথা বিশদে আলোচনা করব৷ ৩৫ বছর বয়সি কুলবিন্দর পঞ্জাবের সুলতানপুর লোধি এলাকার বাসিন্দা৷ ২০০৯ সালে তিনি সিআইএসএফের চাকরি পান৷ ২০২১ সাল থেকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত৷ তাঁর দুই সন্তানও রয়েছে৷
advertisement
1/9

হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে সদ্য বিজেপির টিকিটে জয়ী হয়েছেন৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী৷ সেই কঙ্গনা রানাওয়াতকেই কি না বিমানবন্দরে দাঁড়িয়ে সপাটে চড় মেরে দিলেন এ সিআইএসএফ! বৃহস্পতিবারের ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে৷ গত বৃহস্পতিরাই সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরকে৷ সূত্রের খবর, শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়৷ কিন্তু, জানেন কি এই কুলবিন্দর কৌর কে?
advertisement
2/9
এই প্রতিবেদনে আমরা কুলবিন্দর কৌর সম্পর্কেই কয়েকটি কথা বিশদে আলোচনা করব৷ ৩৫ বছর বয়সি কুলবিন্দর পঞ্জাবের সুলতানপুর লোধি এলাকার বাসিন্দা৷ ২০০৯ সালে তিনি সিআইএসএফের চাকরি পান৷ ২০২১ সাল থেকে তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত৷ তাঁর দুই সন্তানও রয়েছে৷
advertisement
3/9
কঙ্গনাকে চড় মারার অভিযোগে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে কুলবিন্দর কৌরকে৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলবিন্দর নিজেই জানিয়েছেন, তাঁর মা কৃষিবিল বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন৷ কিন্তু, এখানেই শেষ নয়৷
advertisement
4/9
কুলবিন্দরের দাদার নাম শের সিং মাহিওয়াল৷ কৃষি আইন আন্দোলন বিরোধী কৃষক আন্দোলন মঞ্চের অন্যতম দল কিসান মজদুর সংঘর্ষ কমিটির সেক্রেটারি হলেন এই শের সিং মাহিওয়াল৷
advertisement
5/9
কুলবিন্দর কৌরের স্বামীও ওই একই বিমানবন্দরে কর্মরত৷ যেখানে গত বৃহস্পতিবার বেলা ৩টের সময় এই ঘটনা ঘটে৷
advertisement
6/9
. জানা গিয়েছে, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা রানাওয়াতের কয়েকটি ট্যুইট ঘিরেই শুরু হয় বিতর্ক৷ সেই সময় দুই বয়স্ক মহিলার ছবি ট্যুইট করে কঙ্গনা লিখেছিলেন, ‘মাত্র ১০০ টাকায় পাওয়া যায় এদের৷’
advertisement
7/9
ভাইরাল হওয়া ভিডিয়োতেও দেখা গিয়েছে, কঙ্গনাকে থাপ্পর মারায় অভিযুক্ত কুলবিন্দর বলছেন, ‘‘কৃষক আন্দোলনের সময় ও বলেছিল, ১০০টাকায় ওরা বসে (ধর্নায়)৷ ও বসেছিল ওখানে? আমার মা বসেছিল৷’’
advertisement
8/9
চণ্ডীগড় থেকে বিমান ধরে দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এর পরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দেন তিনি। পঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
advertisement
9/9
লোকসভা নির্বাচনে এ বার হিমাচল প্রদেশের মণ্ডী থেকে বিজেপির টিকিটে জিতেছেন কঙ্গনা। ৭৪ হাজারের বেশি ভোটে তিনি হারিয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে।