advertisement
1/5

কুলভূষণ মামলায় বহু প্রতীক্ষিত জয় ৷ কুলভূষণ মামলায় রায় ঘোষণা আন্তর্জাতিক ন্যায় আদালতের। রায় ঘোষণা হতেই উচ্ছ্বাস আত্মীয়দের (Image: News18)
advertisement
2/5
রায়ে আদালত ভারতের দাবিকে মান্যতা দিয়ে জানিয়েছে, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ একইসঙ্গে পাকিস্তানকে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বিবেচনার নির্দেশ আন্তর্জাতিক ন্যায় আদালতের ৷ (Image: News18)
advertisement
3/5
ভারতের আইনজীবীকে দেখা করতে দিতে হবে বলেও মত কোর্টের ৷ (Image: News18)
advertisement
4/5
কুলভূষণ নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করে আদালত এদিন জানিয়েছে, কুলভূষণের বিচারে অনর্থক দেরি করা হয়েছে ৷ আর এতেই লঙ্ঘিত হয়েছে ভিয়েনা চুক্তি ৷ (Image: News18)
advertisement
5/5
রায় পুনর্বিবেচনায় আইনি পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে সুবিধা পাবেন কুলভূষণ ৷ (Image: News18)