TRENDING:

Knowledge: তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা

Last Updated:
সাকেত গোখলে একটি আরটিআই দাখিল করেছিলেন৷ এতে এএসআই আগ্রা নিজেদের জবাব দিয়েছে৷ এএসআই পরিষ্কার জানিয়ে দিয়েছে তাজমহলে কোনও বন্ধ ঘর নেই৷ আর সেখানে কোনও হিন্দু দেবী দেবতার মূর্তিও রাখা নেই৷ 
advertisement
1/5
তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা
#নয়াদিল্লি: সারা পৃথিবীতে আগ্রা -র তাজমহল নিয়ে জোর আলোচনা৷ প্রাচীন মন্দির কিনা এটা, এর গুপ্ত কক্ষের বিভিন্ন ঘরে মূর্তি লুকনো রয়েছে এরকম কথা শোনা যায়৷  এই দাবি দীর্ঘদিনের, কিন্তু এই  নিয়ে ফের একবার নিজেদের অবস্থান পরিষ্কার দিল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ (ASI) ৷ Photo- File 
advertisement
2/5
এএসআই ফের একবার খারিজ করে দিয়েছে এই তত্ত্বের অস্তিত্ব৷ আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় প্রবক্তা সাকেত গোখলে একটি আরটিআই দাখিল করেছিলেন৷ এতে এএসআই আগ্রা নিজেদের জবাব দিয়েছে৷ এএসআই পরিষ্কার জানিয়ে দিয়েছে তাজমহলে কোনও বন্ধ ঘর নেই৷ আর সেখানে কোনও হিন্দু দেবী দেবতার মূর্তিও রাখা নেই৷ Photo- File 
advertisement
3/5
সাকেত গোখেল নিজে ট্যুইট করে এই বিষয়টি জানিয়েছে৷ তিননি ট্যুইট করে জানিয়েছেন ‘‘ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আমায় জানিয়েছে এ) যেখানে তাজমহল সেখানে কোনও মন্দির নেই, বি) তাজমহলে কোনও মূর্তি ভর্তি করা ঘর নেই৷  Photo- File 
advertisement
4/5
তিনি আরও লিখেছেন আদালত বিজেপি/আরএসএসের সমস্ত যাচিকার ওপর জরিমানা দায়ের করবে৷ মিডিয়া বিভিন্ন বাস্তবিক ইস্যুতে নজর দিক৷  Photo Courtesy- Twitter
advertisement
5/5
আসলে বেশ কিছু দিন ধরেই দাবি উঠছিল যে সারা বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহল একটি প্রাচীন শিবমন্দির৷ কেউ কেউ এটাকে জয়পুর রাজঘরানার প্রাচীন মহল বলে বলেন৷ আসলে এর ২২ টি বন্ধ ঘর খোলানোর কথা বলে দিন কয়েক আগে এলাহাবাদ হাইকোর্টে যাচিক দায়ের করে৷ তাতে কোর্ট কড়া কথা শুনিয়েছে৷  Photo- File 
বাংলা খবর/ছবি/দেশ/
Knowledge: তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল