ফণী, আমফান, ইয়াস, মোকা! পরবর্তী ঝড়ের নাম জানেন? এবার নামকরণ বাংলায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
upcoming cyclone names: মোকার পর নামকরণ হয়ে গেল এক ঘূর্ণিঝড়ের! পরবর্তী ঝড়গুলোর নাম দেখে নিন চট করে।
advertisement
1/6

বাংলাকে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার গতিপথ আর বাংলার দিকে নয়। বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে মোকা।
advertisement
2/6
তবে গত কয়েকদিনেো এই মোকা বাংলার মানুষকে যথেষ্ট বেগ পাইয়ে দিয়েছে। মোকার গতিপথের দিকে নজর রেখেছিল হাওয়া অফিস।
advertisement
3/6
মোকা নাকি মোচা! এই ঘূর্ণিঝড়ের নাম নিয়েও আলোচনা চলেছে বিস্তর। নামটি ইয়েমেনের দেওয়া। সেখানকার একটি বন্দরের নামে এই নামকরণ। এই নামের সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানকার জনপ্রিয় কফিরও।
advertisement
4/6
বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে ১৩টি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র অন্তর্গত দেশ সেগুলি। প্যানেল অন ট্রপিকল সাইক্লোন-এর কাছে একের পর এক ঘূর্ণিঝড়গুলির নামের প্রস্তাবিত তালিকা জমা পড়ে। সেখান থেকেই বেছে নেওয়া হয় পরবর্তী ঝড়ের নাম।
advertisement
5/6
মোকার পর যে ঘূর্ণঝড়ের উৎপত্তি হবে তার নামকরণ করেছে বাংলাদেশ। মোকার পরবর্তী ঝড়ের নাম হবে- বিপর্যয়। তার পরবর্তী ঝড়ের নামকরণ ভারতের। সেই ঝড়ের নাম হবে তেজ।
advertisement
6/6
তেজ-এর পরবর্তী ঝড়গুলির নাম যথাক্রমে- যথাক্রমে ইরানের দেওয়া নাম হামুন, মালদ্বীপের দেওয়া নাম মিধালি, মায়ানমারের নামকরণ করা মিচাউঙ্গ, ওমানের রিমাল, পাকিস্তানের দেওয়া নাম আসনা, কাতারের নামকরণ করা ডানা এবং সৌদি আরবের দেওয়া নাম ফিনগাল।